ফের জুনিয়র চিকিৎসকদের (Junior Doctors Protest) চিঠি পাঠালেন মুখ্যসচিব। এই নিয়ে জুনিয়র চিকিৎসকদের তিন বার রাজ্যের তরফে চিঠি পাঠানো হয়েছে। জুনিয়র চিকিৎসকদের পাঠানো চিঠির প্রাপ্তি স্বীকার করেন মুখ্যসচিব। সেই চিঠিতে বলা হয়েছে, বৃহস্পতিবার বিকেল পাঁচটার সময় নবান্নের সভাঘরে জুনিয়র চিকিৎসকদের (Junior Doctors Protest) সঙ্গে মিটিং ডাকা হয়েছে। সেখানে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন বলে মুখ্যসচিবের চিঠিতে স্পষ্ট জানানো হয়েছে। পাশাপাশি চিঠিতে জানানো হয়েছে, আগের দুদিনও মুখ্যমন্ত্রী জুনিয়র চিকিৎসকদের (Junior Doctors Protest) সঙ্গে বৈঠকের জন্য অপেক্ষা করেছিলেন। রাজ্য সরকার জুনিয়র চিকিৎসকদের সঙ্গে আলোচনায় আগ্রহী। তবে মুখ্যসচিবের চিঠিতে জানানো হয়েছে, জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে লাইভ টেলিকাস্ট করা যাবে না। তবে বৈঠকের স্বচ্ছতার জন্য ভিডিও রেকডিং করা যাবে। তবে ৩০ জনের বদলে ১৫ জনকে নিয়ে যেতে হবে নবান্নে। এই চিঠির পর জুনিয়র চিকিৎসকদের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে জুনিয়র চিকিৎসকরা বৈঠক করবেন। তারপরেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
অন্যদিকে, বৃহস্পতিবারই স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের (Junior Doctors protest) সঙ্গে দেখা করেন জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টর্স-এর সদস্যরা। তাঁরা সম্পূর্ণভাবে জুনিয়র চিকিৎসকদের (Junior Doctors protest) সমর্থন করেন। তাঁরা বলেন, বার বার যে চিঠি গুলো ইমেলে পাঠানো হয়েছে, সেখানে কোথাও মুখ্যমন্ত্রীর বৈঠকে উপস্থিত থাকার কথা নেই। মুখ্যমন্ত্রী বরং বার বার জুনিয়র চিকিৎসকদের সঙ্গে আলোচনা এড়িয়ে যেতে চাইছেন। সেই দোষ তিনি জুনিয়র চিকিৎসকদের দিতে চাইছেন। জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টর্স-এর সদস্যরা বলেন, জুনিয়র চিকিৎসকরা যে পাঁচ দফা দাবি করেছেন তা অত্যন্ত নায্য। আমরা মনে করি, সেগুলো শুনে সমাধানের কোনও সদিচ্ছা প্রশাসনের দেখা যায়নি। নবান্ন থেকে যে মেলগুলো আসে, কোথাও মুখ্যমন্ত্রীর বৈঠকে উপস্থিত থাকার কথা উল্লেখ নেই। বাস্তবে মুখ্যমন্ত্রী জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠক এড়িয়ে যাচ্ছেন। অন্যদিকে, তিনি জুনিয়র চিকিৎসকদের ওপর দোষ চাপাচ্ছেন। তিনি অভিযোগ করছেন, জুনিয়র চিকিৎসকরা আলোচনায় বসতে চান না।