দুপুর দুটোর দিকে ফের একবার মুখ্যসচিবের তরফে জুনিয়র চিকিৎসকদের (Junior Doctors Protest) কাছে চিঠি যায়। সেখানে জানানো হয়, আলোচনায় বসতে প্রস্তুত। তবে ছাত্রদের যে কয়েকটি শর্ত ছিল, তার বেশিরভাগই নবান্নের থেকে জানানো হয় মানতে তারা প্রস্তুত নয়। এই মেল পাওয়ার পরেই জুনিয়র চিকিৎসকদের (Junior Doctors Protest) মধ্যে বৈঠক হয়। সেই বৈঠকে জানানো হয়, নিজেদের দাবিতে অনড় থেকেই জুনিয়র চিকিৎসকরা নবান্নে যাবেন।
জুনিয়র চিকিৎসকরা (Junior Doctors Protest) জানিয়েছেন, ৩০ জনের প্রতিনিধি দল নিয়েই নবান্নে যাচ্ছেন। মুখ্যসচিব ইতিমধ্যে পাল্টা ইমেল করে জানানো হয়েছে, পাঁচ দফা দাবি নিয়েই আলোচনা করতে হবে। বৈঠকের লাইভ সম্প্রচার করতে হবে। তবে সবে মাত্র মুখ্যসচিবকে এই মেল পাঠানো হয়েছে। মুখ্যসচিবের তরফ থেকে পাল্টা মেল এখনও পাওয়া যায়নি। পাশাপাশি জুনিয়র চিকিৎসকরা জানিয়েছেন, নবান্নে বৈঠকের সঙ্গে সঙ্গে স্বাস্থ্য ভবনের আন্দোলনের (Junior Doctors Protest) কোনও সম্পর্ক নেই।
বেলা দুটো নাগাদ মুখ্যসচিবের তরফে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের কাছে ইমেল পাঠানো হয়। সেই মেলে বলা হয়েছে, এই নিয়ে জুনিয়র চিকিৎসকদের তিন বার রাজ্যের তরফে চিঠি পাঠানো হয়েছে। জুনিয়র চিকিৎসকদের পাঠানো চিঠির প্রাপ্তি স্বীকার করেন মুখ্যসচিব। সেই চিঠিতে বলা হয়েছে, বৃহস্পতিবার বিকেল পাঁচটার সময় নবান্নের সভাঘরে জুনিয়র চিকিৎসকদের (Junior Doctors Protest) সঙ্গে মিটিং ডাকা হয়েছে। সেখানে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন বলে মুখ্যসচিবের চিঠিতে স্পষ্ট জানানো হয়েছে। পাশাপাশি চিঠিতে জানানো হয়েছে, আগের দুদিনও মুখ্যমন্ত্রী জুনিয়র চিকিৎসকদের (Junior Doctors Protest) সঙ্গে বৈঠকের জন্য অপেক্ষা করেছিলেন। রাজ্য সরকার জুনিয়র চিকিৎসকদের সঙ্গে আলোচনায় আগ্রহী। তবে মুখ্যসচিবের চিঠিতে জানানো হয়েছে, জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে লাইভ টেলিকাস্ট করা যাবে না। তবে বৈঠকের স্বচ্ছতার জন্য ভিডিও রেকডিং করা যাবে। তবে ৩০ জনের বদলে ১৫ জনকে নিয়ে যেতে হবে নবান্নে।