বাংলাদেশের নিম্নচাপ (Weather Update) তৈরি হওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখতে পাওয়া গিয়েছে। যার জেরে শুক্রবার ও শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের (Weather Update) প্রবল সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারীর বৃষ্টিপাতের (weather Update) প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়াও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বীরভূম,মুর্শিদাবাদ ও নদিয়াতেও প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুর দুয়ারে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এর আগের সপ্তাহের সোম ও মঙ্গলবার ভারী বৃষ্টিপাতের (Weather Update) সম্ভাবনার কথা আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছিল। কিন্তু সেই সময় দক্ষিণবঙ্গের সমগ্র জেলাতে হালকা বৃষ্টিপাত হয়। শুক্রবার ও শনিবার কলকাতা এবং কার পার্শ্ববর্তী জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের (Weather Update) কমলা সতর্কতা জারি করা হয়েছে। উপকূলের দিকে ঘনিয়ে আসছে ঘূর্নাবর্ত। যার জেরেই শুক্রবার দক্ষিণবঙ্গে সব জেলাতে বৃষ্টিপাত বাড়বে বলে জানা গিয়েছে। এছাড়াও বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে দাবি করা হয়েছে, শুক্রবার দুপুরেই ঘূর্ণাবর্ত নিম্নচাপের আকার ধারণ করবে। ধীরে ধীরে পশ্চিম ও উত্তর পশ্চিমের দিকে সরবে বলে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে। পশ্চিমবঙ্গের উপকূলের কাছে এসে গভীর নিম্নচাপের আকার ধারণ করবে বলে সতর্ক করা হয়েছে। আলিপুর আবহাওয়াবিদরা জানিয়েছেন, সমুদ্রস্পৃষ্ঠ থেকে ৭.৬ কিলোমিটার উচ্চতায় এই নিম্নচাপটি অবস্থান করবে। ১৫ সেপ্টেম্বর পর্যন্ত নিম্নচাপের প্রভাব থাকবে বলে জানা গিয়েছে।