Homeরাজ্যের খবরMamata Banerjee: আমি দিদি হিসেবে এসেছি... আন্দোলনরত চিকিৎসকদের ধরনা মঞ্চে মুখ্যমন্ত্রী

Mamata Banerjee: আমি দিদি হিসেবে এসেছি… আন্দোলনরত চিকিৎসকদের ধরনা মঞ্চে মুখ্যমন্ত্রী

Published on

শনিবার দুপুরে বৃষ্টি মাথায় নিয়ে আন্দোলনরত চিকিৎসকদের মাঝে হঠাৎ পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি জুনিয়র (Mamata Banerjee) চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, “আমি মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) হিসেবে নয়, দিদি হিসেবে এসেছি।” জুনিয়র চিকিৎসকদের উদ্দেশ্য করে তিনি (Mamata Banerjee) বলেন, রাজ্যের সব মেডিক্যাল কলেজ ও সুপার স্পেশালিটি হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়া হল।

 

কী বলেছেন মুখ্যমন্ত্রী?

তিনি (Mamata Banerjee) বলেন, আমি সব হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম।  এবার থেকে রোগী কল্যান সমিতির অধ্যক্ষদের চেয়ারম্যান করবো। সেই সমিতিতে থাকবে জুনিয়র চিকিৎসক, সিনিয়র চিকিৎসক, নার্স, জনপ্রতিনিধি ও পুলিশ। আমি সমস্ত মেডিক্যাল কলেজের রোগী কল্যান সমিতি ভেঙে দিলাম। আমি আরজি করের রোগী কল্যান সমিতি ভেঙে দিলাম।

পাশাপাশি তিনি বলেন, আমি জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেব না। তারা যদি আমার ওপর ভরসা রাখে, তাহলে আমি বলতে পারে কোনও অবিচার হবেন না।

প্রসঙ্গত, এতদিন রোগী কল্যান সমিতির চেয়ারম্যান হিসেবে থাকতেন জনপ্রতিনিধি অর্থাৎ স্থানীয় বিধায়ক বা সাংসদ। যার জেরে বিরোধীরা বার বার অভিযোগ তুলেছিলেন। ওই সমিতির মাধ্যমে দলীয় প্রশাসন চালানো হচ্ছে বলে বিরোধীরা সরব হয়েছিলেন।  এবার সেই সমিতির চেয়ারম্যান পদে অধ্যক্ষদের রাখার কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 

এই প্রসঙ্গে চিকিৎসকদের নেতা কৌশিক চাকি বলেন, অগণতান্ত্রিক পদ্ধতিতে রোগী কল্যান সমিতি তৈরি করা হয়েছিল। শুধু রোগী কল্যান সমিতি নয়, ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলকেও রাজনীতি মুক্ত রাখতে হবে।

 

তবে জুনিয়র চিকিৎসকরা মুখ্যমন্ত্রীর ধরনা মঞ্চে এভাবে আসাকে ইতিবাচক হিসেবে দেখছেন। তবে তাঁরা সাফ জানিয়ে দিয়েছেন, “পাঁচ দফা দাবি নিয়েই আমরা আলোচনা করব। আমি আলোচনা করতে প্রস্তুত। তিনি আমাদের ঘণ্টা খানেক আগে বললে, যেখানে বলবেন, সেখানে আমরা আলোচনার জন্য যাবো।”

Latest News

UP’S Sambhal Clashes: সম্বলে তিনজনের মৃত্যুর পর ইন্টারনেট বন্ধ, কমিশনার কীভাবে পরিস্থিতি সামাল দিলেন?

রবিবার সম্বলের জামে মসজিদে সমীক্ষা চলাকালীন সহিংসতা (UP’S Sambhal Clashes) ছড়িয়ে পড়ে যাতে তিনজন...

UP’S Sambhal Clashes: ইউপির সম্বলে মসজিদ জরিপ নিয়ে সংঘর্ষে ৩ জন নিহত, ছোঁরা ইটে ঘায়েল পুলিশ

উত্তর প্রদেশের (UP'S Sambhal Clashes) সম্বলে একটি মুঘল আমলের মসজিদের জরিপকে কেন্দ্র করে সংঘর্ষের...

Bikash Mishra: কয়লা পাচার কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন! এবার নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগে গ্রেফতার বিকাশ মিশ্র

গোরু ও কয়লা পাচার কাণ্ডে সিবিআই ইতিমধ্যে তাঁকে (Bikash Mishra)গ্রেফতার করেছিল। তাঁর (Bikash Mishra)...

Satabdi Roy: অনুব্রত মণ্ডলের ফিরে আসায় অনেকেই খুশি হননি! বিস্ফোরক তৃণমূল সাংসদ

গোরু পাচার মামলায় দুই বছর জেলে ছিলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। পুজোর ঠিক আগে...

More like this

Bikash Mishra: কয়লা পাচার কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন! এবার নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগে গ্রেফতার বিকাশ মিশ্র

গোরু ও কয়লা পাচার কাণ্ডে সিবিআই ইতিমধ্যে তাঁকে (Bikash Mishra)গ্রেফতার করেছিল। তাঁর (Bikash Mishra)...

Satabdi Roy: অনুব্রত মণ্ডলের ফিরে আসায় অনেকেই খুশি হননি! বিস্ফোরক তৃণমূল সাংসদ

গোরু পাচার মামলায় দুই বছর জেলে ছিলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। পুজোর ঠিক আগে...

RG Kar: শুনানি চললেও আর আদালতে তোলা হবে না সঞ্জয় রায়কে! সিভিক ভলেন্টিয়ারের জন্য নতুন ব্যবস্থায় উঠছে একাধিক প্রশ্ন

আরজি কর (RG Kar) মামলার শুনানি চলবে। কিন্তু প্রধান অভিযুক্ত ধৃত সঞ্জয় রায়কে আর...