নিজস্ব প্রতিনিধি, নদিয়া: গন্ডগোল, দুর্ঘটনা বা যেকোন সমস্যার খবর দ্রুত পেতে এবং সাধারণ মানুষের সঙ্গে আরও নিবিড় যোগাযোগ গড়ে প্রয়োজনীয় পুলিশি সহায়তা দিতে “ভরসা” নামে একটি অ্যাপের উদ্বোধন করল কৃষ্ণনগর পুলিশ জেলা।
সোমবার কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্ট সুপার অফিসের কনফারেন্স হলে এই প্রথম অ্যাপের উদ্বোধন করল কৃষ্ণনগর জেলা পুলিশ। এদিন অনলাইনে এই অ্যাপের উদ্বোধন করেন আইজি সাউথ বেঙ্গল রাজীব মিশ্র। সঙ্গে ছিলেন ডিআইজি (এম,আর) সুনীল চৌধুরী।
এদিন কৃষ্ণনগরের এই অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিক সম্মেলনে মাধ্যমে কৃষ্ণনগর জেলা পুলিশ সুপার জাফর আজমল কিদোয়াই জানান, এই অ্যাপে সোমবার লঞ্চ করা হল৷ কারোর কোন সমস্যা, দুর্ঘটনা এই অ্যাপের মাধ্যমে সরাসরি কন্ট্রোল রুমে খবর পৌঁছে যাবে এবং সেখান থেকে স্থানীয় বিভিন্ন থানার আইসি ও ডিউটি অফিসার তাদের কাছেও সেই ম্যাসেজ পৌঁছে যাবে।
তাতে চটজলদি সমস্যার সমাধান করা সম্ভব হবে। তিনি আরও জানান, এই অ্যাপ মোবাইলে ডাউনলোড করা থাকলে দুর্ঘটনা সংক্রান্ত ছবি আপলোড করতে পারবেন। তাতে জানা যাবে ওই ঘটনাস্থলের কাছাকাছি কোন থানা আছে।
এর মাধ্যমে কাছাকাছি হাসপাতাল বা ব্লাড ব্যাংক আছে তাও জানা সম্ভব হবে এবং প্রাথমিকভাবে সেটি জিডি হিসাবে গণ্য করা হবে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বিদিশা কালিতা, অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) কৃশানু রায়, ডিএসপি-ডিএন্ডটি মাকসুদ হাসান সহ অন্যান্য আধিকারিকরা।