সৌভিক সরকার, ব্যারাকপুর: দুদিন আগে খড়দহের ইসিএল (ইলেক্ট্রো স্টিল লিমিটেড) কারখানার ভিতরে এক বিজেপি কর্মীকে মারধর করার অভিযোগ ওঠে কারখানার তৃণমূল সংগঠনের শ্রমিকদের বিরুদ্ধে। এই খবর ছড়িয়ে পড়তেই বিজেপি সমর্থকরা ইসিএলের খড়দহের গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে।
এক প্রতিবাদী মিছিল সংগঠিত করে। মিছিলের শুরুতেই পথ আটকায় খড়দহ থানার পুলিশ। শুরু হয় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা। উত্তাল হয়ে ওঠে খড়দহ। দীর্ঘক্ষণ পরে নেতৃত্বের সঙ্গে পুলিশের কথা হলে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।
বিজেপির যুব নেতা মনিশ শুক্লা বলেন, ‘‘কৃষ্ণা চৌধুরী নামে আমাদের এক কর্মীকে দেড় ঘণ্টা ধরে মেরে মেরে কারখানার ভিতরে ঘোরানো হয়েছে। ছেলেটির শুধু দোষ বিজেপি করে। এরপর ঘটনাটি আমরা জানতে পেরে এফআইআর করি খড়দহ থানায়। কিন্তু আজ পর্যন্ত কোনও আসামী ধরা পড়েনি। তারই প্রতিবাদে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি।’’
তিনি আরও বলেন, ‘‘থানার বড়বাবুর সঙ্গে আমাদের কথা হয়েছে। উনি কথা দিয়েছেন আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আসামীকে ধরবেন। তবে বলে রাখি, আমরা নির্দিষ্ট নাম দিয়েই এফআইআর করেছি, যদি খড়দহ থানার বড়বাবু ৪৮ ঘণ্টার মধ্যে না গ্রেফতার করেন তাহলে আমরা বৃহত্তর আন্দলনে নামবো।’’