সৌভিক সরকার, ব্যারাকপুরঃ করোনা যুদ্ধ জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন হালিশহরের বাসিন্দা জয়ন্তী ভট্টাচার্য্য।
প্রসঙ্গত দিন কয়েক আগে মারণ করোনা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন হালিশহর পৌরসভার আচার্য পাড়া সংলগ্ন এলাকার বছর ৪৮ এর জয়ন্তী ভট্টাচার্য্য। এই খবর শোনা মাত্রই ওই এলাকার বর্ষীয়ান সমাজসেবী তথা তৃণমূল কংগ্রেসের যুবনেতা রাজু বিশ্বাসের তৎপরতায় তড়িঘড়ি চিকিৎসার জন্য পাঠানো হয় কলকাতার রাজারহাট কভিড হাসপাতালে।গত সোমবার ফের একবার পরীক্ষা করার জন্য জয়ন্তী দেবীর সোয়াব টেস্ট করা হয়। আজ মঙ্গলবার করোনা রিপোর্ট নেগেটিভ আসার পরেই তাঁকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেয় হাসপাতাল কর্তৃপক্ষ।
সেইমত করোনা যুদ্ধে জয়ী হয়ে আজ মঙ্গলবার করোনা যোদ্ধা হয়ে নিজের বাড়ি হালিশহরে ফিরলেন জয়ন্তী দেবী।এলাকায় ফিরে আসতেই তাঁকে শঙ্খ বাজিয়ে,ফুল দিয়ে স্বাগত জানায় ওই এলাকার মহিলা থেকে পুরুষেরা।করোনা যোদ্ধা জয়ন্তী দেবীকে অন্যান্যদের সাথে স্বাগত জানান হালিশহর তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান যুব নেতা রাজু বিশ্বাস সহ একাধিক কর্মীও।