শনিবার বৈঠকের জন্য জুনিয়র চিকিৎসকরা (Junior Doctors protest) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে বৈঠকে যান। যাওয়ার আগে জুনিয়র চিকিৎসকদের (Junior Doctors protest) একটি অডিও ভাইরাল হয়েছে। যার জেরে কুণাল ঘোষ অভিযোগ করেছেন, একপক্ষ কাজে যোগ দিতে চাইছেন। কিন্তু তাদের বাধা দেওয়া হচ্ছে। কুণাল ঘোষের এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া দেখান জুনিয়র চিকিৎসকরা (Junior Doctors protest) । তাঁরা সরাসরি বলেন, কুণালবাবু কী বললেন তাতে আমাদের কিছু যায় আসে না।
কী বললেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা? সাংবাদিকদের মুখোমুখি হয়ে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা (Junior Doctors protest) বলেন, ‘কুণালবাবু কী বললেন তাতে কিছু যায় আসে না। আমাদের মধ্যে কোনও সংঘাত নেই। মতপার্থক্য অবশ্যই থাকে। আলোচনার মাধ্যমে তা মিটিয়ে সর্বসম্মতভাবে আন্দোলন এগিয়ে নিয়ে চলাই হল গণতান্ত্রিক পদ্ধতি। যে কোনও গণতান্ত্রে এভাবেই কাজ হয়।’
এটা বলার অপেক্ষা রাখে না, আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা (Junior Doctors protest) প্রবল চাপের মধ্যে রয়েছে। শনিবার যখন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের ৩০ জনের প্রতিনিধি দল কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে যান, সেই সময় বাকি জুনিয়র চিকিৎসকরা (Junior Doctors protest) স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলন চালিয়ে যান। মূলত, সেই অবস্থানকারী জুনিয়র চিকিৎসকদের দাবি ছিল লাইভ স্ট্রিমিং করতে হবে। প্রথম থেকে জুনিয়র চিকিৎসকরা লাইভ স্ট্রিমিংয়ের দাবি করলেও পরে সরকারের সমস্ত শর্তে রাজি হয়ে যান। কিন্তু বৈঠকটি ভেস্তে যায়। এরপরেই কিছু জুনিয়র চিকিৎসক (Junior Doctors protest) কান্নায় ভেঙে পড়েন।
এরপরেই কুণাল ঘোষ বিস্ফোরক হয়ে পড়েন। তিনি অভিযোগ করেন, কেউ কেউ (Junior Doctors protest) কাজে ফিরতে চাইলেও বাকি আন্দোলনকারীদের (Junior Doctors protest) কাজে ফিরতে দেওয়া হচ্ছে না অবস্থানগত পার্থক্যের জন্য। জুনিয়র চিকিৎসদের মধ্যে আভ্যন্তরীণ সংঘাত শুরু হয়ে গিয়েছে। এরপরেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করে। তবে আরজি কর কাণ্ডে বিচার চেয়ে যেসমস্ত জুনিয়র চিকিৎসকরা লড়াই করছেন, তাঁরা দ্বিধাভক্ত? যদিও এই আশঙ্কা উড়িয়ে দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। আন্দোলনকারীরা একাবারও সংশ্লিষ্ট অডিয়ো রেকর্ডিংটি যে আসল নয়, এমন দাবি করেননি। বরং, তাঁরা মেনে নিয়েছেন ওই অডিয়ো রেকর্ডিং তাঁদেরই অবস্থান মঞ্চের। জুনিয়র চিকিৎসকরা বলেন, চিকিৎসকদের পাশাপাশি সমাজের সকলস্তরের মানুষ এই আন্দোলনে সামিল হয়েছেন। তাঁদের সকলেরই নিজস্ব বক্তব্য রয়েছে। তাতে ব্যক্তি বিশেষে নানা পার্থক্যও রয়েছে।