মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) সঙ্গে বৈঠকের পর জুনিয়র চিকিৎসকরা ইতিমধ্যে কালীঘাট ছেড়ে স্বাস্থ্যভবনের উদ্দেশ রহনা দিয়েছেন। তারপরেই সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, পুলিশ কমিশনারের পদ থেকে বিনীত গোয়েলকে সরানো হবে। পাশাপাশি ডিজি নর্থকেও সরানো হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, কলকাতা পুলিশের বড় বদল আনা হবে। আগামী কাল বিকেল ৪টের পর এই বিষয়ে ঘোষণা করা হবে বলে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) জানান।
বাসে ওঠার ঠিক আগে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের একজন বলেন, বৈঠকে কিছু দাবি মানা হয়েছে। কিছু দাবি মানা হয়নি। তবে এখনই জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি উঠছে না। এই বিষয়ে আন্দোলনরত বাকি জুনিয়র চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা সরকারি নির্দেশ না হওয়া পর্যন্ত অবশ্যই চিকিৎসক কর্মবিরতি অব্যাহত থাকবে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সাংবাদিক সম্মেলনে বলেন, জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে পুলিশ কমিশনার বিনীত গোয়েল ও ডিসি নর্থকে সরানো হয়েছে। পাশাপাশি তিনি বলেন, বিনীত গোয়েল যেখানে পোস্টিং চেয়েছিলেন, সেখানেই দেওয়া হবে। এই বিষয়ে তাঁর সঙ্গে বিনীত গোয়েলের কথা হয়েছে বলেও জানানো হয়েছে। অন্যদিকে, স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকেও সরানো হবে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন। পাশাপাশি তিনি জুনিয়র চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানান। তবে জুনিয়র চিকিৎসকরা মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলোতে নিরাপত্তা ও পরিকাঠামোর দাবি করেছিলেন। সেই বিষয়ে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) কোনও মন্তব্য করেননি।
অন্যদিকে, জুনিয়র চিকিৎসকরা জানান, তাঁরা স্বাস্থ্যভবনে ফিরে গিয়ে তাঁদের অন্যান্য সহযোদ্ধাদের সঙ্গে বৈঠক করবেন। তারপরেই তাঁরা যে কোনও সিদ্ধান্ত নেবেন।
রাত পার হলেই সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি। সেই দিকে তাকিয়ে সারা দেশ। সুপ্রিম কোর্টের শুনানির আগে জুনিয়র চিকিৎসকদের বেশিরভাগ দাবি মেনে বর্তমানে কিছুটা স্বস্তিকর অবস্থানে পৌঁছালো রাজ্য সরকার। তবে আরজি কর কাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে সিবিআই একাধিক অভিযোগ করেছে। ইতিমধ্যে টালা থানার ওসিকে সিবিআই গ্রেফতার করেছে। পাশাপাশি আরজি করের তৎকালীন প্রিন্সিপাল সন্দীপ ঘোষকেও গ্রেফতার করা হয়েছে।