নিউজ ডেস্ক, কলকাতা: করোনা সংক্রমণ রাজ্যে দিনে দিনে বেড়ে চলেছে। এই পরিস্থিতির কথা মাথায় রেখেই লকডাউনের কথা ঘোষণা করে রাজ্য সরকার। চলতি সপ্তাহে বৃহস্পতিবার এবং শনিবার লকডাউন জারি থাকবে সারা রাজ্যে। সকাল ৬তা থেকে রাত ১০টা পর্যন্তই জারি থাকবে লকডাউনের সমস্ত বিধি নিষেধ।
সোমবার নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করেন। এরপরেই স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় লকডাউনের কথা ঘোষণা করেন। মঙ্গলবার এই বিষয়েই নির্দেশিকা জারি করা হয়েছে। জানানো হয়েছে আগামী সপ্তাহে বুধবার-সহ দুদিন লকডাউন করা হবে। থাকবে বেশ কিছু বিধি নিষেধ।
লকডাউন থাকাকালীন জরুরি পরিষেবার ক্ষেত্রে মিলবে ছাড়। স্বাস্থ্য পরিষেবা, স্বাস্থ্যকর্মী এবং রোগীরা বেসরকারি এবং ব্যক্তিগত গাড়িতে যাতায়াত করতে পারবেন। ছাড় থাকবে ওষুধের দোকান এবং আইনশৃঙ্খলার ক্ষেত্রে। আদালত, সংশোধনাগারে পরিষেবা এবং দমকলে ছাড় মিলবে।
ই-কমার্স চালু রাখা হবে। বিদ্যুৎ, জল, জঞ্জাল অপসারণেও রয়েছে ছাড়। রান্না করা খাওয়ারের ক্ষেত্রে হোম ডেলিভারিতেও ছাড় বর্তমান থাকবে। এছাড়াও একটানা উৎপাদন প্রক্রিয়া চালু রাখার ক্ষেত্রে বাধ্য যে সব শিল্প এবং গৃহশিল্প সেসবেও ছাড় থাকবে। রাজ্যের ভিতরে এবনহগ আন্তঃরাজ্য পণ্য পরিবহনে ছাড় দেওয়া হয়েছে। খোলা থাকবে কৃষিকাজ এবং চা বাগান। পাশাপাশি জানানো হয়েছে, মুদ্রণ এবং বৈদ্যুতিন সংবাদমাধ্যমও চালু রাখা যাবে।
এদিনের বৈঠকে জানানো হয়েছ, রাজ্যের বেশ কিছু স্থানে গোষ্ঠী সংক্রমণ হয়েছে। লকডাউন সম্পর্কিত সমস্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য জেলাগুলি থেকে পাওয়া সংক্রমণের তথ্য, স্বাস্থ্য দফতরেরে রিপোর্ট, বিশেষজ্ঞদের মতামত সব মিলিয়ে বৈঠক সম্পাদিত হয়। তারপরেই স্বরাষ্ট্রসচিব এই লকডাউন জারির সিদ্ধান্তের ঘোষণা করেন।