নিজস্ব প্রতিনিধি, বোলপুর: ফের একবার রাজ্যের মসনদে বসতে চলেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বছরে বিধানসভা নির্বাচনে বিপুল জনাদেশ নিয়ে আরও একবার ক্ষমতায় আসতে চলছে তৃণমূল কংগ্রেস। এমনই দাবি করেছেন বীরভূম জেলা বিজেপির সভাপতি দিলীপ ঘোষ।
মঙ্গলবার ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবস পালিত হয়েছে ভার্চুয়াল উপায়ে। অনলাইনে রাজ্যের সকল কর্মীরা শুনেছেন নেত্রী মমতার ভাষণ। বোলপুরে তৃণমূল কার্যালয় উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল। সেই সভার শেষে আগামী বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে মন্তব্য করেছেন তৃণমূলের কেষ্ট।
অনুব্রত মণ্ডল দাবি করেছেন যে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল ২২০ থেকে ২৩০টা আসন পাবে তৃণমূল। তাঁর কথায়, “আমি অত্যন্ত নিশ্চিন্তের সঙ্গে জানাচ্ছি যে বিধানসভায় তৃণমূল ২২০ থেকে ২৩০টি আসন পাবে। মা-মাটি-মানুষের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা কাজ করেছে তা ৩৪ বছরে বাম সরকার করেনি। ছয় বছরে বিজেপি সরকার করেনি। বর্তমানে অনটনের সময়েও মমতা বন্দ্যোপাধ্যায় যা কাজ করে চলেছেন ২০২১ সালের বিধানসভা নির্বাচন নিয়ে আমরা চিন্তা করি না।”
গত বছরে লোকসভা নির্বাচনে ভরাডুবি ঘটেছে তৃণমূলের। ৩৪ থেকে আসন সংখ্যা কমে দাঁড়িয়েছে ২২-এ। ওই নির্বাচনের আগে অনুব্রত মণ্ডল দাবি করেছিলেন যে রাজ্যের ৪২টি আসনেই জয়লাভ করবেন তৃণমূলের প্রার্থীরা। তারাপীঠের মন্দিরে পুজো দিয়ে ৪২ আসনে দলীয় প্রার্থীদের জয়ের কামনা করেছিলেন তৃণমূলের কেষ্ট। মা সেই কথা রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে জানান অনুব্রতবাবু। যদিও তা হয়নি।
এদিন বোলপুরের তৃণমূল কার্যালয় বেশকিছু তৃণমূল কর্মী সমর্থক এর সঙ্গে উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল, এলাকার বিধায়ক তথা মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, ও জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিংহ। ভার্চুয়াল সভায় মমতা বন্দ্যোপাধ্যাএর রেশন সংক্রান্ত প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে অনুব্রত মণ্ডল বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে তৃণমূল যত দিন থাকবে তত দিন কোনও মানুষ নাহারে থাকবে না ভারতের কোনও মুখ্যমন্ত্রী এমন সিদ্ধান্ত নিতে পারবে না।”