দলীয় স্কোর একশ হওয়ার আগেই নেই ৪ উইকেট, দেড়শ ছাড়ানোর আগেই (IND Vs BAN) উইকেট পড়ল আরও দুটি। ভারতকে তখন দুইশর মাঝে বেঁধে ফেলার স্বপ্নে বিভোর বাংলাদেশ। সেই মুহূর্তে ক্রিজে এলেন ভারতের দুই অভিজ্ঞ স্পিন অল-রাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন আর রবীন্দ্র জাদেজা। এই জুটিতেই ম্লান হলো নাজমুলদের হাসি। প্রথম দিনের শেষে ৬ উইকেটে ৩৩৯ রান তুলে চালকের আসনে বসল ভারত।
A stellar TON when the going got tough!
A round of applause for Chennai's very own – @ashwinravi99 👏👏
LIVE – https://t.co/jV4wK7BgV2 #INDvBAN @IDFCFIRSTBank pic.twitter.com/j2HcyA6HAu
— BCCI (@BCCI) September 19, 2024
চেন্নাইয়ের বদলে যাওয়া স্পোর্টিং উইকেটে টস জিতে ফিল্ডিং নিতে দুইবার ভাবেননি নাজমুল হোসেন শান্ত। তার সিদ্ধান্ত সঠিক প্রমাণ করে গতির ঝড় তুললেন হাসান মাহমুদ। প্রথম সেশনেই (IND Vs BAN) রোহিত শর্মা (৬), শুভমান গিল (০) এবং বিরাট কোহলিকে (৬) ফিরিয়ে ভারতকে কাঁপিয়ে দিলেন এই তরুণ পেসার। পরের সেশনেও পড়ল তিন উইকেট। প্রায় দুই বছর পর টেস্টে ফেরা ঋষভ পন্থকে (৩৯) চতুর্থ শিকার ধরলেন হাসান।
এরপর মেহেদি মিরাজ আর নাহিদ রানা তুলে নিলেন যথাক্রমে লোকেশ রাহুল (১৬) আর ওপেনার যশস্বী জয়সওয়ালকে (৫৬)। ১৪৪ রানের মাথায় চতুর্থ উইকেট হারায় ভারত (IND Vs BAN)। ঠিক সেই সময়েই পাল্টা আক্রমণ শুরু করলেন অশ্বিন-জাদেজা। ৫৮ বলে অর্ধ শতরান পূরণ করার পর অশ্বিন ক্যারিয়ারের ৬ষ্ঠ টেস্ট সেঞ্চুরি তুলে নেন ১০৮ বলে। চেন্নাইয়ে প্রথম দিনের শেষে তিনি ১০২ রানে অপরাজিত। অন্যদিকে ৭৩ বলে ফিফটি করা জাদেজা অপরাজিত ৮৬ রানে।
অশ্বিন-জাদেজার (IND Vs BAN) অবিচ্ছিন্ন সপ্তম উইকেট জুটিতে এসেছে ২২৭ বলে ১৯৫ রান। বাংলাদেশের বিপক্ষে সপ্তম উইকেটে এটাই ভারতের সর্বোচ্চ জুটি। বল হাতে ১৮ ওভারে ৫৮ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন হাসান মাহমুদ। ৮ ওভার বল করা সাকিব ছিলেন খরুচে। ৫০ রান দিয়ে তিনি উইকেটশূন্য। এক উইকেট নেওয়া নাহিদ রানা ১৭ ওভারে দিয়েছেন ৮০ রান। মিরাজ ২১ ওভারে ৭৭ রানে নিয়েছেন ১ উইকেট।