সুপ্রিম কোর্টে (Supreme Court) আরজি কর কাণ্ডের পরবর্তী শুনানি ২৭ সেপ্টেম্বর হওয়ার কথা ছিল। কিন্তু সেই শুনানি (Supreme Court) নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। জানানো হয়েছে, ২৭ সেপ্টেম্বরের পরিবর্তে অন্য কোনও দিন যেন সুপ্রিম কোর্টে (Supreme Court) আরজি করের শুনানি হয়। জানা গিয়েছে, সোমবার সুপ্রিম কোর্টে (Supreme Court) এই আবেদন সংক্রান্ত বিষয়টির শুনানি হতে পারে।
সোমবার সুপ্রিম কোর্টের (Supreme Court) সব পক্ষের মতামত নেওয়া হবে। তারপরেই আদালত সিদ্ধান্ত নেবে আরজি করের শুনানি পিছিয়ে দেওয়া হবে কি না। চিকিৎসক অধীশ বসু জানিয়েছেন, “সুপ্রিম কোর্টের যে বেঞ্চ এই মামলা শুনছে, তাদের আমাদের রাজ্যের তরফে আর্জি জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে যে ২৭ তারিখের বদলে ৩০ তারিখ বা ওই সপ্তাহের যে কোনও দিন যদি শুনানির দিন রাখা হয়। বেঞ্চের তরফে জানানো হয়েছে, অন্যান্য পার্টির অনুমতি না নেওয়ায় এই বিষয়ে কিছু বলা সম্ভব নয়। সোমবার সবাইকে থাকতে বলেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ওই বেঞ্চ। সেখানে আলোচনা করে পদক্ষেপ করা হবে।”
বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিষয়টিকে যথেষ্ঠ গুরুত্ব দিতে নারাজ। তিনি বলেন এটা কোনও আলোচনার বিষয় নয়। ২৭ তারিখের বদলে ৩০ তারিখ বা অন্য কোনওদিন হতেই পারে। সুপ্রিম কোর্টে এই ধরনের ঘটনা অহরহ হতেই থাকে। তিন দিনে কী এসে যায়।
অন্যদিকে, সিবিআই শনিবার সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বিরূপাক্ষককে সিবিআই কমপ্লেক্সে তলব করেছে। তাঁকে সাংবাদিকরা একাধিক বিষয়ে প্রশ্ন করলেও তিনি সমস্ত প্রশ্ন এড়িয়ে যান। তবে সিবিআই তলবে কোনও ডকুমেন্ট আনতে বলা হয়নি বলে জানা গিয়েছে। সিবিআইয়ের তরফে জানানো হয়েছে, নির্যাতিতাকে ধর্ষণ ও হত্যার নেপথ্যে একটা বড় ষড়যন্ত্র রয়েছে। সেখানে বিরূপাক্ষ কতটা জড়িত সেটাই জানতে চাইছে। বিরূপাক্ষের কল ডিটেলস সিবিআইয়ের স্ক্যানারে রয়েছে বলে জানা গিয়েছে। যদিও সন্দীপ ঘোষকে সাসপেন্ডের মধ্যে বিরূপাক্ষের বিরুদ্ধে ‘স্টেপ’ নেয় স্বাস্থ্য ভবন।
অন্যদিকে, সন্দীপ ঘোষের নারকো টেস্ট করাতে চায় সিবিআই। এই বিষয়ে সন্দীপ ঘোষের অনুমতি নিতে হয়। ২৩ সেপ্টেম্বর হোঝা যাবে সন্দীপ ঘোষের নারকো টেস্ট হবে কি না।