আইএসএল (ISL) টুর্নামেন্টের ময়দানে লড়াই যে যথেষ্ট কঠিন, প্রথমবার আইএসএল টুর্নামেন্ট খেলার সুযোগ পেয়েই বুঝে গিয়েছে সাদাকালো ব্রিগেড। তবে মহমেডানের লড়াই ছিলো যথেষ্ট কনফিডেন্ট। তাই ঘরের মাঠে এফসি গোয়ার সঙ্গে দুর্দান্ত ফুটবল খেললো তারা। যদিও জয় হাতছাড়া হয়েছে। কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে খেলাটি ড্র করে দেয় ব্ল্যাক প্যান্থাররা।
আর এর ফলেই মহমেডানের ঝুলিতে ১ পয়েন্ট ঢুকলো। আইএসএল (ISL) ম্যাচ শুরুর দিকেই এফসি গোয়ার অ্যাটাকিং মোড সামলানোর সময় মহমেডান ফুটবলারদের যথেষ্ট উচ্ছ্বসিত দেখাচ্ছিল। কিশোর ভারতী স্টেডিয়ামে ম্যাচ শুরুর পাঁচ মিনিটের মধ্যেই এফসি গোয়া গোলের সুযোগ পেয়ে যায়। কিন্তু মহমেডানের দুর্দান্ত গোলকিপার পদম ছেত্রী সেই গোল সেভ করে দেন। মহমেডানের তরফেও একাধিকবার আক্রমণ তৈরি হয়েছে। ১৪ মিনিটের মাথায় ফানাই বক্সের মধ্যে ঢুকে গিয়ে শট করেন। তবে গোয়ার গোলকিপার সেই শট সেভ করে দেন। ফের দেখা যায় ২৫ মিনিটের মাথায় মহমেডানের দিক থেকে আক্রমণ এবং সরাসরি গোলে শট। বারে লেগে রিটার্ন আসে সেই শট। এফসি গোয়াকেও মহমেডানের বিরুদ্ধে খেলতে গিয়ে রীতিমতো কসরত করতে হয়েছে।
ম্যাচের ৬৪ মিনিটে গোয়ার ডিফেন্ডার ওদেইকে ড্রিবলিং দিয়ে ফাঁকা বক্সে ঢুকে পড়েন ফ্রাঙ্কা। আর তাতেই ফাউল করেন ওদেই। এরপরেই অ্যালেক্সিস পেনাল্টি থেকে গোল করে যান। তবে এফসি গোয়াও একেবারে ছেড়ে দেয়নি। একেবারে শেষ মুহূর্তে গিয়ে গোয়ার আর্মান্দো সাদিকু গোল করে ম্যাচটিকে ড্র করে দেন। ফলে সাদা-কালো শিবিরকে ১ পয়েন্ট নিয়েই আইএসএল টুর্নামেন্টে খাতা খুলতে হয়েছে।