নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: তৃণমূল কংগ্রেসের লক্ষ্য এখন একটাই ২০২১-এর বিধানসভা নির্বাচন৷ তাই একের পর এক চমক দিচ্ছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ দলের ভাবমূর্তি রক্ষা করতে এবার ২১ জনের নতুন তালিকা তৈরি করা হয়েছে৷
উল্লেখযোগ্যভাবে জঙ্গলমহল ধরে রাখতে ছত্রধর মাহাতকে রাজ্য কমিটিতে নিয়ে আসা হয়েছে৷ রাজ্য কমিটিতে ছত্রধর মাহাত, ঝাড়গ্রামের বিধায়ক সুকুমার হাঁসদা ও চূড়ামণি মাহাতকে স্থান দেওয়া হয়েছে৷ ঝাড়গ্রামের সভাপতি পদ থেকে বীরবাহা সোরেনকে সরিয়ে সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে দুলাল মুর্মুকে।
ঝাড়গ্রাম জেলা যুব সভাপতি হলেন শান্তনু ঘোষ, জেলা চেয়ারম্যান হলেন বীরবাহা সরেন টুডু, রাজ্য যুব সহ সভাপতি হলেন দেবনাথ হাঁসদা, জেলার দুই কো-অর্ডিনেটর হলেন উজ্জ্বল দত্ত ও অজিত মাহাত।
লোকসভা নির্বাচনে ঝাড়গ্রাম আসনটি বিজেপির কাছে হেরে যায় তৃণমূল। তাই এবার জোর কদমে মাঠে নেমে পড়েছে ঘাষফুল শিবির৷ এবার বিধানসভা ভোটে নিজেদের জায়গা ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছে তৃণমূল৷ তাই ঝাড়গ্রাম জেলা তৃণমূলের প্রাক্তন দুই জেলা সভাপতি চূড়ামণি মাহাত ও সুকুমার হাঁসদার দায়িত্ব বাড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ঝাড়গ্রাম জেলার দুই বিধায়ক চূড়ামণি মাহাত ও সুকুমার হাঁসদা এতদিন জেলা রাজনীতির মধ্যে সীমাবদ্ধতা ছিলেন। তাঁদেরকে দলের রাজ্য কমিটিতে স্থান দিয়ে গুরুত্ব বাড়ালেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।