সোমবার তিহাড় জেল থেকে মুক্তি পাচ্ছেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। সোমবারই বীরভূমে ফিরতে পারেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। তিহাড় জেল থেকে বের হওয়ার পর তিনি (Anubrata Mondal) এক মুহূর্ত দিল্লিতে থাকতে চাইছেন না বলেই জানা গিয়েছে। তাঁর স (Anubrata Mondal) ঙ্গেই তাঁর মেয়ে সুকন্যা ফিরবেন বলে জানা গিয়েছে। তবে ইডি অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) জামিন আটকাতে তৎপর। তারা দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হতে পারে বলে জানা গিয়েছে।
গত শুক্রবারই দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত থেকে জামিন পান অনুব্রত মণ্ডল। ১০ লক্ষ টাকার বন্ড ও বিভিন্ন শর্তে অনুব্রত মণ্ডলকে জামিন দেওয়া হয়েছে। শনিবারই জেল থেকে বের হওয়ার কথা ছিল অনুব্রত মণ্ডলের। কিন্তু অর্ডারের কপি তিহাড় জেলে এসে না পৌঁছানোর কারণে তিনি বের হতে পারেননি। সেক্ষেত্রে আজকে তাঁর তিহাড় জেল থেকে বের হওয়ার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। জানা গিয়েছে, ইতিমধ্যে অনুব্রতর আইনজীবী ১০ লক্ষ টাকার বন্ড জমা দিয়েছে।
অন্যদিকে, নিয়ম অনুযায়ী তিহাড় জেল থেকে বিকেল পাঁচটার পরেই বন্দিদের মুক্তি দেওয়া হয়। দিল্লি থেকে আজই কলকাতার উদ্দেশে রহনা দেবেন। তবে হতে পারে, আজকে রাত বেশি হওয়ার কারণে আজকে তিনি বীরভূমে ফিরতে না পারেন। সেক্ষেত্রে মঙ্গলবার তিনি বীরভূমে ফিরবেন। অন্যদিকে, বীরভূমে মঙ্গলবার যাওয়ার পরিকল্পনা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। মঙ্গলবার বীরভূমে অনুব্রত মণ্ডলের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ হতে পারে। তবে এই বিষয়ে কোনও সরকারি বিবৃতি দেওয়া হয়নি। বন্যা পরিস্থিতি দেখতে সোমবার ফের জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে দুর্গাপুর সার্কিট হাউসে মুখ্যমন্ত্রীর আজকে রাতে থাকার কথা আছে। কালকে অর্থাৎ মঙ্গলবার তিনি বীরভূমে যাবেন। সেখানে দলের কর্মীদের সঙ্গে একটি বৈঠক রয়েছে বলে জানা গিয়েছে।
অন্যদিকে, মমতার বরাবরই স্নেহধন্য অনুব্রত মণ্ডল। একাধিকবার বিতর্কিত মন্তব্য করেছেন অনুব্রত মণ্ডল। প্রতিক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর হয়ে সওয়াল করেছেন। সিবিআইয়ের গ্রেফতারের পরেও মুখ্যমন্ত্রীকে অনুব্রত মণ্ডলের হয়ে সওয়াল করতে দেখা গিয়েছে।