৯ তারিখে যখন আরজি করের (RG Kar) সেমিনার রুমের তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল, সেই সময় লাল শার্ট পরা এক ব্যক্তিকে দেখা গিয়েছিল। জানা যায়, ওই ব্যক্তি হলেন সন্দীপ ঘনিষ্ঠ অভিক দে। ওতো সকালে আরজি করে (RG Kar) অভিক দে কী করছিলেন সেই নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। শুধু তাই নয়, সিবিআইয়ের ব়্যাডারে (RG Kar) অভিক দে রয়েছে। এবার বিস্ফোরক অভিযোগ উঠল অভিক দের বিরুদ্ধে। জানা গিয়েছে, ৮ আগস্ট থেকে নিজের কর্মস্থলে আসছেন না অভিক দে।
প্রসঙ্গত, ৮ আগস্ট রাতে অথবা ৯ আগস্ট ভোরে তরুণী চিকিৎসককে আরজি করের (RG Kar) সেমিনার রুমে খুন করা হয়। সেই ৮ আগস্ট থেকে অভিক দে আসছেন না নিজের কর্মস্থলে। শুধু তাই নয়, এই বিষয়ে তিনি বিভাগীয় প্রধানকে কিছু জানাননি। ৮ আগস্ট সারাদিন অভিক দে কোথায় ছিল, সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যে সিবিআই সন্দীপ ঘনিষ্ঠ আভিক দে ও বিরূপাক্ষ বিশ্বাসকে দুই দিন তলব করেন। সাংবাদিকদের দেখেই অভিক দে পালিয়ে যান বলে জানা গিয়েছে। অন্যদিকে, বিরূপাক্ষ বিশ্বাস সাংবাদিকদের সামনে দিয়ে সিজিও কমপ্লেক্সে গেলেও তিনি কোনও ধরনের মন্তব্য করতে অস্বীকার করেন।
অন্যদিকে, স্বাস্থ্য দফতরের তরফে এসএসকেএম কর্তৃপক্ষের কাছে ওই চিকিৎসক-পড়ুয়া সম্পর্কে রিপোর্ট চাওয়া হয়। গত ৪ সেপ্টেম্বর রাজ্যের তৎকালীন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তভ নায়েককে চিঠি পাঠিয়ে বিস্তারিত জানান এসএসকেএমের ডিন অভিজিৎ হাজরা। সেখানেই জানা যায়, ২০ দিনের ওপর নিজের কাজে অনুপস্থিত থাকলেও হাসপাতাল কর্তৃপক্ষের থেকে অনুমতি নেননি অভীক। এমনকী কিছু জানাননি পর্যন্ত। এদিকে জানা গিয়েছে, নিয়মমাফিক এসএসকেএমে রেজিস্ট্রেশনও করাননি অভীক দে।