নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম: বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে সংগঠনে ঢালাও রদবদল করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২১ সালের নির্বাচন তাঁর লক্ষ্য৷ নির্বাচনকে কেন্দ্র করে এবার দলের পুনর্বিন্যাস করল তৃণমূল৷ দলের ভাবমূর্তি রক্ষা করতে এবার ২১ জনের নতুন তালিকা তৈরি করা হয়েছে৷
উল্লেখযোগ্যভাবে জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলায় করা হয়েছে বড়সড় রদবদল। লোকসভা নির্বাচনে ঝাড়গ্রাম আসনটি বিজেপির কাছে হেরে যায় তৃণমূল। এবারে বিধানসভা নির্বাচনের আগে তাই বড়সড় রদবদল করে সংগঠনে ঝাঁকুনি দিল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
জেলা সভাপতির পদ থেকে রাজ্যে পাঠানো হল দেবনাথ হাঁসদাকে। রাজ্যের যুব সহ-সভাপতি করা হয়েছে ঝাড়গ্রামের আদিবাসী যুব নেতা দেবনাথ হাঁসদাকে। পাশাপাশি ঝাড়গ্রাম জেলা তৃণমূলের যুব সভাপতির ক্ষেত্রে নতুন মুখ হিসেবে দায়িত্ব পেলেন শান্তনু ঘোষ। তিনি সাঁকরাইল ব্লক তৃণমূলের কার্যকরী সভাপতি পদে ছিলেন।

তাঁর সংগঠন পুলিশি সন্ত্রাস বিরোধী জনসাধারণ কমিটির ক্রিয়াকলাপ উঠে এসেছিল সংবাদের শিরোনামে। তৎকালীন বাম সরকার বিরোধী আন্দোলন নজর কেড়েছিল গোটা দেশের। ২০০৯ সালের দুর্গাপুজোর অষ্টমীর দিন তাঁকে গ্রেফতার করে পুলিশ। ছদ্মবেশে ছত্রধরের ডেরায় গিয়ে তাঁকে গ্রেফতার করা হয়েছিল।