‘বাজছে ঢাক বাজছে শাঁখ আমার দুর্গা বিচার পাক’ উৎসবকে সঙ্গে নিয়ে প্রতিবাদ দেখাতে এই স্লোগান বার বার উঠেছে। পুজো (Durga puja) আসতে হাতে কয়েকটা দিন বাকি। জোর কদমে চলছে মণ্ডপ সাজানোর কাজ। শেষ টান দিতে ব্যস্ত প্রতিমা শিল্পীরা। নীল আকাশে সাদা মেঘের দেখা মিলেছে। মাঠে কাশ ফুল জানান দিচ্ছে পুজো আসছে। কিন্তু মনে কি সত্যি পুজোর আমেজ এসেছে? একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে চলছে বাংলা। সেখানে পুজো (Durga puja) উৎসব না নিয়ম রক্ষা সেটা নিয়ে জোর বিতর্ক চলছে। সেই বিতর্কের প্রভাব পড়ছে পুজোর কেনাকাটায়। প্রভাব পড়ছে পুজোর প্যান্ডেলে। তবে কি মা দুর্গাকে (Durga puja) সেই আগের আবেগে স্বাগত জানানো যাবে না। যাবে নিশ্চই, মা দুর্গাকে সেই আগের আবেগে স্বাগত জানাতে সোদপুর পানশিলা ঠাকুর বাড়ি ‘আবেগের ৭৫’ এ প্রস্তুত।
জেলার পুজো গুলির মধ্যে সোদপুর পানশিলা ঠাকুর বাড়ির দুর্গা পুজো (Durga puja) অন্যতম। দীর্ঘ ৭৫ বছর মাতৃ আরাধনায় ব্রতী রয়েছেন ঠাকুর বাড়ির পুজোর উদ্যক্তারা। প্রতি বছর এই ঠাকুর বাড়ির পুজো দেখতে ভিড় জমান জেলার বিভিন্ন প্রান্তের লোকজন। এই পুজোর বিশেষ আকর্ষণ সাবেকিয়ানায়। এবার ৭৫ বছর পূর্তি উপলক্ষে চমক রেখেছেন তারা। বিগত ৭৪ বছর ধরে তারা সাবেকিয়ানা বজায় রেখে পুজো (Durga puja) করে আসছেন তবে এবছর ৭৫ বছর পূর্তি উপলক্ষে আভিজাত্য বজায় রেখে সাবেকি ঘরানায় থিমের ছোঁয়ায় প্রথমবার থিমের পুজো করতে চলেছে যার নাম ‘রাজসিক দৃষ্টি’।
থিম ‘রাজসিক দৃষ্টি’ তে কি থাকতে চলেছে, কি এমন রাজসিক ব্যাপার দেখা যাবে এই থিমের মাধ্যমে তা সবটা জানালেন স্বনামধন্য শিল্পী পার্থ মাইতি। এদিকে শেষ টান দিতে ব্যস্ত প্রতিমা শিল্পী সুকান্ত । তিনিও জানান, থিমের সাথে সামঞ্জস্য রেখে মা দুর্গাকে কি রুপে দেখছেন। সবটা জানতে ভিডিওটি দেখুন……