সামনের শনিবার তিলোত্তমা কাণ্ডের (RG Kar) ৫০ দিন হবে। কিন্তু এখনও পর্যন্ত বিচার (RG Kar) অধরা। শুধু বিচার নয়, কীভাবে আরজি করের (RG Kar) নির্যাতিতা তরুণী চিকিৎসককে খুন করা হয়েছে, কেন খুন করা হয়েছে, এই খুনের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কারা যুক্ত এখনও জানা যায়নি। সিবিআই জিজ্ঞাসাবাদ (RG Kar) করছে। কিন্তু সেখান থেকে আদৌ কোনও তথ্য পাওয়া যাচ্ছে কি না, সেই নিয়ে মানুষের মনে সন্দেহ দেখা দিয়েছে, এই পরিস্থিতি নির্যাতিতার পরিবার (RG Kar) বড় সিদ্ধান্ত নিল। আরজি কর কাণ্ডে নির্যাতিতার পরিবারের (RG Kar) হয়ে এবার আইনি লড়াই লড়বেন বিশিষ্ট আইনজীবী বৃন্দা গ্রোভার। কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে সরিয়ে কেন বৃন্দা গ্রোভারকে বেছে নেওয়া হল, সেই নিয়ে উঠছে প্রশ্ন।
ইতিমধ্যে জানা গিয়েছে আরজি কর কাণ্ডে (RG Kar) নির্যাতিতার পরিবারের হয়ে লড়াই করার জন্য কোনও টাকা নেবেন না বিখ্যাত আইনজীবী বৃন্দা গ্রোভার। বৃন্দা গ্রোভার তাঁর কেরিয়ারের একটা বড় অংশ শিশু ও নারীদের অধিকারের জন্য লড়াই করেছেন। এর মধ্যে রয়েছে ১৯৮৭ সালের হাসিমপুরা পুলিশ হত্যা মামলা থেকে শুরু করে ২০০৪ সালের ইসরাত জাহান মামলা, ২০০৮ সালে কান্দামালে খ্রিস্টান বিরোধী দাঙ্গা মামলা তাঁর কেরিয়ারে উল্লেখযোগ্য। তাই যখন আরজি করের নির্যাতিতার তরুণীর পরিবার তাঁকে মামলাটি লড়ার কথা বলেন, তখন তিনি না বলতে পারেননি।
২০১৩ সালে টাইমস ম্যাগাজিনে বিশ্বের ১০০ জন প্রভাবশালী নারীদের তালিকায় জায়গা করে নিয়েছিলেন বৃন্দা গ্রোভার। শুধু তাই নয়, বৃন্দা গ্রোভার বড় বড় মামলা লড়ার সঙ্গে সঙ্গে একাধিক আইন তৈরিতে তাঁর ভূমিকা রয়েছে। ২০১২ সালে শিশুদের যৌন হেনস্থা থেকে সুরক্ষা, ২০১০ সালে নির্যাতন প্রতিরোধ বিলের সংশোধনীর খসড়া তৈরিরও অংশ ছিলেন আইনজীবী বৃন্দা গ্রোভার। বিভিন্ন সময়ে পুলিশ ও বিচার বিভাগের সঙ্গে যুক্ত আধিকারিকদের প্রশিক্ষণের জন্যও বৃন্দা গ্রোভারকে ডাকা হয়।
২০২৩ সালে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কাউন্সিলেও ইউক্রেনের তদন্তের জন্য স্বাধীন আন্তর্জাতিক কমিশনের সদস্য হিসাবে বৃন্দা গ্রোভারকে নিয়োগ করা হয়। সম্প্রতি বিলকিস বানোর হয়ে আইনি লড়াই লড়ে সাড়া ফেলে দিয়েছিলেন। বিলকিস বানো মামলায় ১১ জন আসামিকে গুজরাত সরকার মুক্তির সিদ্ধান্ত দিয়েছিল। এই সিদ্ধান্তের বিরোধিতা করে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। বিলকিস বানোর হয়ে মামলা লড়েন। সুপ্রিম কোর্টে বৃন্দা গ্রোভার বলেছিলেন গুজরাট সরকারের এই সিদ্ধান্ত সম্পূর্ণ বেআইনি।