আরজি করে (RG Kar) ৯ আগস্ট সেমিনার হল থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। তারপরেই কার্যত গায়েব হয়ে যান আরজি করের (RG Kar) পিজিটির দুই চিকিৎসক। এবার আরজি কর (RG Kar) কাণ্ডে ওই দুই জুনিয়র চিকিৎসককে ডেকে পাঠালেন সিবিআইয়ের তদন্তকারী অধিকারিকেরা। MSVP-র গাড়িতে ওই দুই মহিলা পিজিটি (RG Kar) সিজিও কমপ্লেক্সে আসেন। প্রায় দুই মাস দুই পিজিটি কার্যত গায়েব ছিলেন এই দুই পিজিটি। সেই বিষয়েই সিবিআইয়ের তলব বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
এর আগেও সিবিআই আরজি করের (RG Kar) পিজিটির একাধিক জুনিয়র চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করেছিলেন। একাধিক জিজ্ঞাসাবাদে সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকেরা মনে করেছিলেন, এই দুই মহিলা পিজিটি জুনিয়র চিকিৎসকের ঘটনার সঙ্গে সরাসরি যোগ থাকতে পারে। তারমধ্যে তিন সপ্তাহ ধরে দুই মহিলা পিজিটির (RG Kar) কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। যার জেরে সন্দেহ আরও গাঢ় হয়। আরজি কর (RG Kar) সূত্রে জানা যাচ্ছে, একজন মহিলা পিজিটির সঙ্গে তিলোত্তমার ঝগড়া হয়েছিল। আর ঝগড়া এমন পর্যায়ে পৌঁছয়, যে ডাক পাওয়া মহিলা পিজিটি বলেছিলেন, তিনি চেস্ট মেডিসিন ছেড়ে দেবেন। জানা গিয়েছে, এই পিজিটি দক্ষিণ ভারতের বাসিন্দা। ঘটনার পর তিনি বাড়িতে গিয়েছিলেন। আরও এক পিজিটি বেপাত্তা ছিলেন। এতদিন তাঁদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। আন্দোলন থিতু হওয়ার পর তাঁরা কাজে ফিরে আসেন। সেই সময় MSVP-র তত্ত্বাবধানে তাঁদের সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তাঁদের বয়ান যথেষ্ঠ গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
আরজি কর কাণ্ডের সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তিকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। তাঁদের মধ্যে অন্যতম বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিক দে। এই দুই জন দেহ উদ্ধাররে দিন আরজি করের সেমিনার হলে উপস্থিত ছিলেন। এছাড়াও আরজি করের জুনিয়র চিকিৎসক তথা টিএমসিপির নেতা অশিষ পাণ্ডেকে সিবিআই জিজ্ঞাসাবাদ করেন। আরজি কর কাণ্ডে তৎকালীন আরজি করের প্রিন্সিপাল সন্দীপ ঘোষের নারকো টেস্ট করাতে সিবিআই আধিকারিকরা আগ্রহ প্রকাশ করেছেন। তবে এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।