শিলিগুড়িতে (west Bengal Police) বিহারের দুই চাকরিপ্রার্থীকে হেনস্তার অভিযোগ উঠেছে বাংলাপক্ষের বিরুদ্ধে। এর বিরোধিতা করেই পশ্চিমবঙ্গ পুলিশকে (west Bengal Police) চিঠি লিখে সতর্ক করল বিহার। চিঠিতে বিহারের মুখ্যমন্ত্রী অবিলম্বে দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের গ্রহণ করার আর্জি জানিয়েছেন। পাশাপাশি বিহারের মানুষের সুরক্ষা নিশ্চিত করার দাবি (west Bengal Police) জানান তিনি।
পশ্চিমবঙ্গ পুলিশকে (west Bengal Police) চিঠি পাঠিয়েছেন বিহার পুলিশের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল। দোষীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই বিষয়েও বিস্তারিত পশ্চিমবঙ্গ পুলিশের (west Bengal Police) কাছে জানতে চাওয়া হয়েছে। এই চিঠির একটি কপি শিলিগুড়ি কমিশনারেটের কাছে পাঠানো হয়েছে। অন্যদিকে, শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের তরফে জানানো হয়েছে অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত দুই ব্যক্তির নাম রজত ভট্টাচার্য ও গিরিধারী রায়। বাগডোগরা থেকে এই দুই অভিযু্ক্তকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত দুই ব্যক্তি বাংলাপক্ষের সদস্য বলে খবর।
বিহারের বেগুসরাইয়ের বিজেপি সাংসদ গিরিরাজ সিং একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সেই ভিডিওতে জানানো হয়, বাংলায় দুই ব্যক্তিকে অপদস্ত ও হেনস্তা করা হয়েছে। তারা দুজনেই বিহারের নাগরিক। এই ভিডিও ভাইরাল হতেই বিহারে শোরগোল পড়ে যায়। বাংলা বিরোধী স্লোগান বিহারে উঠতে দেখতে পাওয়া যায়। তারপরেই বিহার পুলিশের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল পশ্চিমবঙ্গ পুলিশকে চিঠি লেখে।
গ্রেফতারির পরে রজত দাবি করেছেন যে তাঁরা পুলিশকে জানিয়েই রানিডাঙার ভাড়াবাড়িতে যান। বিহার এবং উত্তরপ্রদেশের অনেকেই জাল শংসাপত্র বানিয়ে পশ্চিমবঙ্গে এসে পরীক্ষা দিয়ে যান। এবারও সেরকম অভিযোগ তোলেন স্থানীয় প্রার্থীরা। সেই অভিযোগ বাগডোগরা থানায় জানানো হয়। আইবিকেও জানানো হয়। যদিও এই বিষয়ে পুলিশের তরফে কোনও মন্তব্য করা হয়নি। এই ঘটনা বাংলাপক্ষের তরফে করা হয়েছে জানা গিয়েছে। তারপরেই বাংলাপক্ষের গর্গের এক্সের অ্যাকাউন্ট উধাও হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।তবে এক্সে বাংলা পক্ষের অ্যাকাউন্ট আছে। বিষয়টি নিয়ে গর্গের কোনও প্রতিক্রিয়া মেলেনি।