জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের (Kulgam Encounter) মধ্যে সংঘর্ষ চলছে। সংঘর্ষে এক সেনা জওয়ান ও ৩ পুলিশকর্মী আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভারতীয় সেনার তরফে মিডিয়াকে জানানো হয়েছে, “সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশ আজ কুলগামের (Kulgam Encounter) আরিগামে একটি যৌথ অভিযান শুরু করেছে। তল্লাশি চলাকালীন সন্ত্রাসীরা নির্বিচারে গুলি চালায় এবং বন্দুকযুদ্ধ শুরু হয়। অপারেশন চলছে। “
#Encounter has started at Adigam Devsar area of #Kulgam. Police and security forces are on the job. Further details shall follow.@JmuKmrPolice
— Kashmir Zone Police (@KashmirPolice) September 28, 2024
জম্মু ও কাশ্মীর পুলিশ এক টুইট বার্তায় জানিয়েছে, “কুলগামের (Kulgam Encounter) আদিগাম দেবসার এলাকায় এনকাউন্টার চলছে। পুলিশ ও নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে রয়েছে। আরও তথ্য শীঘ্রই শেয়ার করা হবে। এদিকে, জঙ্গিদের পালাতে না দিতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনীকে ডাকা হয়েছে।”
সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ যৌথভাবে (Kulgam Encounter) এই অভিযান চালায়। পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে প্রশাসন। সন্ত্রাসবাদীরা ক্রমাগত জম্মু ও কাশ্মীরে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। এ ব্যাপারে উপত্যকায় সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
শুক্রবার পুলওয়ামার অবন্তীপোরায় একটি সন্ত্রাসবাদী মডিউলের (Kulgam Encounter) সন্ধান পায় পুলিশ। জইশ-ই-মহম্মদের ৬ জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁরা যুবকদের সন্ত্রাসবাদের জন্য প্রশিক্ষণ দিতেন। পুলিশ তাদের কাছ থেকে ৫টি আইইডি, ৩০টি ডেটোনেটর, ১৭টি আইইডি ব্যাটারি, ২টি পিস্তল, ৫টি ম্যাগজিন, ২৫ রাউন্ড গুলি, 4টি হ্যান্ড গ্রেনেড এবং ২০ হাজার নগদ উদ্ধার করেছে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ এই অভিযান শুরু করেছিল।