আরজি করের পর এবার মেডিক্যাল কলেজ (Medical College) ও হাসপাতালে ব্যাপক দুর্নীতি প্রকাশ্যে এল। মেডিক্যাল কলেজের দুর্নীতির (Medical College) অভিযোগ করল ছাত্র ইউনিয়ন। মেডিক্যাল কলেজ (Medical College) ও হাসপাতালের বিরুদ্ধে সিসিইউ, সেন্ট্রাল ল্যাব, হাসপাতালের বেড নিয়ে অনিয়মের অভিযোগ নিয়ে এল ছাত্র ইউনিয়ন।
আরজি কর কাণ্ডের পর থেকে স্বাস্থ্য ব্যবস্থার একের পর এক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। ছাত্র সংগঠনের তরফে অভিযোগ করা হচ্ছে, হাজার হাজার টাকায় সিসিইউ (Medical College) , জেনারেল বেড বিক্রি হচ্ছে। রোগী কল্যাণ সমিতির সদ্য প্রাক্তন চেয়ারম্যান সুদীপ্ত রায়ের বিরুদ্ধেও একাধিক অভিযোগ ছাত্র সংগঠনের তরফে করা হয়েছে। পাশাপাশি সেন্ট্রাল ল্যাবের এক আধিকারিক জয়ন্ত ঘোষের বিরুদ্ধেও অভিযোগ করা হয়েছে। জয়ন্ত ঘোষের বিরুদ্ধে মেডিক্যাল কলেজ (Medical College) ও হাসপাতালের অধ্যক্ষের কাছে অভিযোগ জানানো হয়েছে।
এই প্রসঙ্গে অভিযুক্ত জয়ন্ত ঘোষ বলেন, “আমার বিরুদ্ধে তদন্ত করা যেতে পারে। তদন্তের পর আমার বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়া হবে, তার জন্য আমি প্রস্তুত।” অন্যদিকে, আইসিইউ নিয়ে দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন সুদীপ্ত রায়। তিনি বলেন, আইসিইউতে স্বচ্ছভাবেই কাজ হয়। পাশাপাশি তিনি মন্তব্য করেন, “আমি বরাবর দুর্নীতি আর দালাল চক্রের বিরোধী। দায়িত্ব পাওয়ার পর দালাল চক্র ও দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ করেছি।”
এই প্রসঙ্গে অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাস বলেছেন, “CCU-তে যেভাবে ভর্তি হয় তা স্বচ্ছভাবে হয়, দুর্নীতির সম্ভাবনা খুব কম। সব বিভাগের বিশেষজ্ঞদের নিয়ে MSVP-র নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। যদি সামান্য কোনও ত্রুটি বিচ্যুতি থাকে, সেটাও ওই কমিটি খতিয়ে দেখবে।”
ইতিমধ্যে আরজি করের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে এসেছে। একদিকে যেমন থ্রেট কালচারের বিরুদ্ধে অভিযোগ উঠে এসেছে। তেমনি উঠে এসেছে জাল ওষুধের অভিযোগ। আরজি করে মৃতদেহ পাচারের অভিযোগ করা হয়েছে। আরজি করের দুর্নীতির তদন্ত করছে সিবিআই। আরজি করের দুর্নীতির অভিযোগ বর্তমানে সন্দীপ ঘোষ জেলে।