শুক্লা রায়চৌধুরী, কলকাতা: মাঝে আর মাত্র কয়েকটা মাস । তার পর শুরু হয়ে যাবে একুশের বিধানসভা নির্বাচন। আর ঠিক তার আগে ফের চিটফান্ড কেলেঙ্কারির তদন্ত নিয়ে জেগে উঠল সিবিআই। কলক্তায় পৌঁছে গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিশেষ প্রতিনিধিদল। নোটিশ দেওয়া হল চার অভিযুক্তকে। সিবিআই নোটিশ পাওয়া চার ব্যক্তি হল- সুদীপ্ত সেন, দেবযানী মুখোপাধ্যায়, সুদীপ্ত সেনের ছেলে শুভজিৎ সেন এবং পিয়ালী মুখপাধ্যায়।
ভোটের আগে এমন কিছু ঘটতে পারে বলে আগেই জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দিন দশেক আগে তিনি নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছিলেন, ” ভোট এলেই ওরা (কেন্দ্রীয় সরকার) এজেন্সি পাঠিয়ে দেয়।” সারদা এবং নারদ দুই নিয়েই কেন্দ্রকে আক্রমণ করেছিলেন তিনি।


উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, চিটফান্ড সংক্রান্ত যে মামলা নিয়ে সিবিআই সক্রিয় হয়েছে তা ঝাড়খণ্ডের। রাঁচি থেকে কলকাতায় এসেছে সিবিআই-এর বিশেষ দল। ২০১৩ সালে চিটফান্ড মামলা প্রকাশ্যে আসার সময়ে রাঁচির নাম শোনা যায়নি। কলকাতা বাদ দিয়ে ভুবনেশ্বর এবং গুয়াহাটিতে চলছে সারদা সংক্রান্ত মামলা। আচমকা রাঁচি থেকে সিবিআই-এর দূত এবং নোটিশ ঘিরে শুরু হয় জল্পনা।
পরে জানা যায়, চিটফান্ড কাণ্ডে অনেক পরে এই মামলা দায়ের করা হয়। ২০১৭ সালে ঝাড়খণ্ডে এই মামলা শুরু হয়। সেই মামলার ভিত্তিতেই ফের নোটিশ পাঠানো হয়েছে অভিযুক্তদের। কিন্তু আচমকা তিন বছর পরে এবং পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে সিবিআই-এর এই সক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।