নারকো অ্যানালিসিস টেস্ট আদৌ হবে সন্দীপ ঘোষের (Sandeep Ghosh)! আজকে ফের একবার শিয়ালদহ আদালতে এই বিষয়ে (Sandeep Ghosh) শুনানি হতে চলেছে। এর আগে সন্দীপ ঘোষের (Sandeep Ghosh) নারকো টেস্ট ও টালা থানার অপসারিত ওসি অভিজিৎ মণ্ডলের পলিগ্রাফ টেস্টের আবেদন জানানো হয়েছিল সিবিআইইয়ের তরফে। সেই সময় সন্দীপ ঘোষ (Sandeep Ghosh) এই টেস্টের বিষয়ে সম্মতি না দেওয়ার কারণে, সিবিআইয়ের সেই আবেদনের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা দেখতে পাওয়া যায়।
তবে সিবিআইয়ের তরফে একাধিক ফরেনসিক রিপোর্ট পাওয়া গিয়েছে। মোবাইল থেকে যে সমস্ত তথ্য রিমুভ করা হয়েছিল, সেগুলো উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে। যার জেরে নতুন করে তদন্তের দিক খুলে গেছে বলে সিবিআইয়ের তরফে জানানো হয়েছে। সিবিআই সূত্রের খবর, সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে ফের একবার মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে। যার জন্য সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে ফের একবার নিজেদের হেফাজতে নিতে চাইবে সিবিআই। তবে সিবিআইয়ের নজর সন্দীপ ঘোষের নারকো টেস্টের অনুমতির বিষয়ে রয়েছে বলে জানা গিয়েছে। গত কয়েকদিন সিবিআইয়ের হাতে কী কী তথ্য উঠে এসেছে, সেই বিষয়েও শিয়ালদহ আদালতে স্টেটাস রিপোর্ট দেবে সিবিআই বলে জানা গিয়েছে। এছাড়াও সিবিআই আজকে সুপ্রিম কোর্টে স্টেটাস রিপোর্ট দেবে। সুপ্রিম কোর্টে আরজি কাণ্ডের শুনানি এখনও শুরু হয়নি।
কিন্তু কী এই নারকো টেস্ট? প্রাক্তন এক কেন্দ্রীয় গোয়েন্দা কর্তা বলেছেন, মানুষের মনের দুটো স্তর থাকে। একটা সচেতন এবং আর একটা অবচেতন। সচেতন অবস্থায় কোনও মানুষ ইচ্ছা করছে অনেক কিছু এড়িয়ে যেতে পারেন। কিন্তু অবেচতন অবস্থায় তা কোনওভাবেই এড়িয়ে যাওয়া সম্ভব নয়। নারকো-অ্যানালিসিস টেস্ট করালে কোনও কথা গোপন থাকবে না বলেও প্রাক্তন কেন্দ্রীয় গোয়েন্দা জানিয়েছেন। এক্ষেত্রে নারকো টেস্ট করালে সন্দীপ ঘোষের বিপদ আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। সেই অবস্থায় তাকে প্রশ্ন করা হয় ও উত্তর রেকর্ড করা হয়।