Wednesday, October 30, 2024
Homeরাজ্যের খবরNirmal Maji: অভিযোগ প্রমাণ হলে ১০ বছরের কারাদণ্ড হতে পারত! নিঃশর্ত মুক্তি...

Nirmal Maji: অভিযোগ প্রমাণ হলে ১০ বছরের কারাদণ্ড হতে পারত! নিঃশর্ত মুক্তি নির্মল মাজির

Published on

চিকিৎসক নির্মল মাজিকে (Nirmal Maji) ক্লিনচিট দিল এমপি-এমএলএ আদালত।  তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে আসা হয়েছিল। এই অভিযোগ প্রমাণিত হলে নির্মল মাজির (Nirmal Maji) ১০ বছরের জেল পর্যন্ত হতে পারতো। কিন্তু পর্যাপ্ত তথ্য প্রমাণের অভাবে তাঁকে (Nirmal Maji) নিঃশর্ত মুক্তি দিল এমপিএমএলএ আদালতের বিচারক দেবদত্ত রায় শর্মা।

 

প্রসঙ্গত, নির্মল মাজির (Nirmal Maji) বিরুদ্ধে ৪০৯ ও ৪৩৪ ধারায় আর্থিক দুর্নীতি ও জালিয়াতির মামলা রজু করা হয়েছিল। মেডিক্যাল কাউন্সিলের প্রেসিডেন্ট থাকাকালীন আর্থিক তছরূপের অভিযোগ ওঠে বিধায়ক নির্মল মাজির (Nirmal Maji) বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সভাপতি থাকার সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের পাবলিক ফার্ম ব্যবহার করতেন। ২০১৮ সালে নির্মল মাজির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। নির্মল মাজির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন চিকিৎসক কুণাল সাহা। সোমবার সশরীরে হাজিরা দেন নির্মল মাজি। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে ১০ বছরের জেল পর্যন্ত হতে পারত। কিন্তু তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ না থাকায় নির্মল মাজিকে নিঃশর্ত মুক্তি দেয় আদালত।

উল্লেখ্য এর আগে ২০১৫ সালের জুন মাসে এসএসকেএম-এর নেফ্রোলজি বিভাগে কুকুরের ডায়ালিসিস-কাণ্ডে নাম জড়ায় নির্মল মাজির। অভিযোগ তৎকালীন রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সভাপতি নির্মল মাজি তাঁর এক আত্মীয়ের কুকুরের ডায়ালিসিসের জন্য এসএসকেএমে ডায়ালিসিস বিভাগে সমস্ত ব্যবস্থা পাকা করে দিয়েছিলেন।

 

অন্যদিকে, আরজি কর কাণ্ডে নির্মল মাজির নাম জড়িয়ে গিয়েছে। সরাসরিভাবে নির্মল মাজির নাম না জড়ালেও নির্মল মাজির একাধিক ঘনিষ্ঠকে ঘটনার দিন আরজি করের সেমিনার হলে দেখতে পাওয়া গিয়েছিল। ঘটনার দিন আরজি করের সেমিনার হলে যাঁদের দেখতে পাওয়া গিয়ছিল, তারা ইতিমধ্যে সিবিআই স্ক্যানারে রয়েছে। আজকে সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি রয়েছে। সেখানে সিবিআই কী স্টেটাস রিপোর্ট দেয়, সেই দিকে সকলের চোখ রয়েছে। অন্যদিকে, সিবিআই শিয়ালদহ আদালতে সন্দীপ ঘোষের নারকো টেস্টের আবেদন করবে।

Latest articles

Ayushman Bharat: ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্প নিয়ে মমতা সরকারকে তুলোধোনা মোদীর

মঙ্গলবার আয়ুষ্মান ভারতের (Ayushman Bharat) কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি ও পশ্চিমবঙ্গ...

Sandeep Ghosh: MBBS সিলেকশনেও দুর্নীতি! সন্দীপ ঘোষের বিরুদ্ধে আরও বড় প্রমাণ সিবিআইয়ের হাতে

আরজি করে দুর্নীতি মামলায় চাঞ্চল্যকর তথ্য এসেছে সিবিআইয়ের হাতে। এবার সন্দীপ ঘোষের (Sandeep Ghosh)...

Calcutta High Court: শিরদাঁড়া আঁকা টিশার্ট পরা চিকিৎসকের বিরুদ্ধে কোনও পুলিশি পদক্ষেপ নেওয়া যাবে না, নির্দেশ হাইকোর্টের

আরজি কর কাণ্ডে ফের আর একবার হাইকোর্টে (Calcutta High Court) মুখ পুড়ল কলকাতা পুলিশের।...

KKR Retention List: কেকেআরের রিটেনশন লিস্টে বড় আপডেট, শ্রেয়স আইয়ারকে নিয়ে সংশয়ের অবসান?

২০২৫ সালের আইপিএলের জন্য কেকেআর (KKR Retention List) শ্রেয়স আইয়ারকে ধরে রাখবে কি না,...

More like this

Sandeep Ghosh: MBBS সিলেকশনেও দুর্নীতি! সন্দীপ ঘোষের বিরুদ্ধে আরও বড় প্রমাণ সিবিআইয়ের হাতে

আরজি করে দুর্নীতি মামলায় চাঞ্চল্যকর তথ্য এসেছে সিবিআইয়ের হাতে। এবার সন্দীপ ঘোষের (Sandeep Ghosh)...

Calcutta High Court: শিরদাঁড়া আঁকা টিশার্ট পরা চিকিৎসকের বিরুদ্ধে কোনও পুলিশি পদক্ষেপ নেওয়া যাবে না, নির্দেশ হাইকোর্টের

আরজি কর কাণ্ডে ফের আর একবার হাইকোর্টে (Calcutta High Court) মুখ পুড়ল কলকাতা পুলিশের।...

Woman harassment: ইঞ্জেকশন দিয়ে লাগাতার ধর্ষণ! কাঠ গোড়ায় খোদ চিকিৎসক

আরজি কর ঘটনা নিয়ে ইতিমধ্যে তোলপাড় রাজ্য। জুনিয় চিকিৎসকদের পাশাপাশি সাধারণ মানুষ আন্দোলন করে...