নিজস্ব প্রতিনিধি, কলকাতা: করোনা মোকাবিলায় কড়া সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য। সমগ্র রাজ্য জুড়ে সম্পূর্ণ লকডাউন জারি করতে পারে নবান্ন। সম্ভবত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে খুব শীঘ্রই সেই ঘোষণা করবেন।
রাজ্য প্রশাসনের সূত্র মারফত এমনই তথ্য জানা গিয়েছে। খুব সম্ভবত মঙ্গলবার বিকেল চারটের সময়ে নবান্ন থেকে সাংবাদিক সম্মেল করে এই লকডাউনের কথা ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লকডাউনের সময়ে কোন কোন বিষয়ে কড়াকড়ি থাকবে আর কোন বিষয়ে ছাড় দেওয়া হবে তাও জানিয়ে দেবেন মুখ্যমন্ত্রী।
সূত্রের খবর, আগামী মাসের শুরু থেকেই সমগ্র বাংলা জুড়ে জারি হতে পারে কড়া লকডাউন বিধি। ২ অগাস্ট থেকে শুরু করে তা টানা এক সপ্তাহ ধরে চলবে। সূত্র মারফত আরও জানা গিয়েছে যে ফের টানা দুই সপ্তাহের লকডাউন জারি করা হতে পারে রাজ্যে। তবে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
করোনা মোকাবিলায় এর আগে সুদীর্ঘ লকডাউন জারি ছিল সমগ্র দেশে। পরে আনলক পর্ব চালু হলেও অনেক রাজ্য এবং স্থানীয় প্রশাসন লকডাউন জারি রাখে। পশ্চিমবঙ্গ সহ দেশের একাধিক রাজ্যে সপ্তাহে দুই দিন করে লকডাউন জারি রাখা হচ্ছে। অনেক কনটেইনমেন্ট এলাকায় এখনও কড়া লকডাউন জারি রয়েছে।
রাজ্যে দিনে দিনে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত কয়দিনে হাজার দুয়েকের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। বাংলায় মোট আক্রান্তের হিসাবে ৬০ হাজারের মাইলস্টোনও পেরিয়ে গেল। কিছুদিন আগে এই সংখ্যার কিছুটা হ্রাস হয়েছিল। তবে আবার বাড়তে চলেছে এই সংখ্যা। তবে সোমবার ফের সুস্থতার সংখ্যা ছাপিয়ে গেল অসুস্থতার সংখ্যাকে।
২৭ জুলাই, সোমবার স্বাস্থ্য দফতরের বুলেটিনে, এখনও পর্যন্ত বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৬০,৮৩০। যার মধ্যে মারা গেছেন ১,৪১১ জন। তবে এখনও পর্যন্ত ৩৯,৯১৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। রাজ্যে ৬৫.৬২ শতাংশ হারে রোগী সুস্থ হচ্ছেন।