শিলিগুড়ি: আজ মহালয়া। পিতৃপক্ষের অবসানের পর মাতৃ পক্ষের শুভ সুচনায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শিলিগুড়ি সহ বিভিন্ন জেলা জুড়ে বেশ কয়েকটি দুর্গা পূজা (Durga Puja News) প্যান্ডেলের ভার্চুয়ালি উদ্বোধন করেছেন। জানা গেছে, পাহাড়ে চারটি প্যান্ডেলের পাশাপাশি শিলিগুড়িতে সুব্রত সংঘ, দাদাভাই সংঘের পূজা সহ সমতলের এগারোটি মন্ডপের উদ্বোধন করেছেন।
এবার ৬৭ তম বর্ষে দেশবন্ধু পাড়া সুব্রত সংঘের দুর্গা পূজার (Durga Puja News) থিম ‘দৃষ্টিকোণ’। মুখ্যমন্ত্রীর পর আনুষ্ঠানিক ভাবে সুব্রত সংঘের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে। এদিনের অনুষ্ঠানে শিলিগুড়ি পৌর কর্পোরেশনের মেয়র গৌতম দেব, শিলিগুড়ি পুলিশ কমিশনার সি. সুধাকর, ডিসি ট্রাফিক বিশ্ব চাঁদ ঠাকুর, ডিসিপি পূর্ব রাকেশ সিং এবং দার্জিলিং জেলা ম্যাজিস্ট্রেট প্রীতি গোয়াল সহ অন্যান্য আধিকারিকরা। উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।
আলিপুরদুয়ার ২ ব্লকের শামুকতলা দুর্গাবাড়ি এবং কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়ি হরিবাড়ি পুজোর (Durga Puja News) এদিন ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের মহকুমা শাসক বিপ্লব সরকার সহ অন্যান্যরা। শামুকতলা দুর্গাবাড়িতে স্থায়ী মণ্ডপে পুজো হয়। মণ্ডপ রং করে আলোক মালায় সাজিয়ে তোলা হয়েছে। প্রতিমার মাটির কাজ হলেও রং এবং অঙ্গ সজ্জার কাজ হয়নি। কামাখ্যাগুড়ি হরিবাড়িতে স্থায়ী মণ্ডপে পুজো হলেও কলকাতা হাইকোর্টের আদলে পুজোর প্যান্ডেল তৈরি করা হচ্ছে।