আরজি করে (RG kar)আর্থিক দুর্নীতির অভিযোগে নেমে বিস্ফোরক তথ্য তদন্তকারী আধিকারিকদের হাতে এসেছে। দুর্নীতির তদন্তে (RG kar) নেমে একাধিক বেআইনি লেনদেনের প্রমাণ পাওয়া গিয়েছে। আশিষ পাণ্ডেকে(RG kar) সিবিআই আদালতে তোলে। সেখানেই চাঞ্চলক্যর দাবি করেছে সিবিআই। জানা গিয়েছে, সেখানে সিবিআই (RG kar) চারটি ব্যাক অ্যাকাউন্টের নথি আদালতে জমা দেওয়া হয়েছে। কিন্তু এই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোর (RG kar) মালিক কে বা কারা? কারা এই টাকা লুটেপুটে খেতো। এছাড়া আরজি কর (RG kar) দুর্নীতি মামলায় আরজি করের প্রাক্তন প্রিন্সিপাল ও তাঁর দুই ঘনিষ্ঠকে আদালতে গিয়ে জেরা করতে চেয়েছে ইডি।
হুমকি, থ্রেট কালচারের পাশাপাশি আরজি কর দুর্নীতি কাণ্ডে যুক্ত হয়েছে নতুন আর একটি অভিযোগ। টাকার বিনিময়ে আর জি কর মেডিক্যালে হাউস স্টাফ নিয়োগ করা হতো বলে অভিযোগ উঠেছে। আর জি কর মেডিক্যালকে দুর্নীতির আঁতুড়ঘর করে তুলেছিলেন তৃণমূল ছাত্র পরিষদের চিকিৎসক-নেতা আশিস পাণ্ডে বলে অভিযোগ উঠেছে। সোমবার আশিষ পাণ্ডেকে আলিপুরের বিশেষ আদালতে তোলা হয়। সেখানেই সিবিআই আশিষ পাণ্ডের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন। ইতিমধ্যেই বড় অঙ্কের আর্থিক লেনদেনের তথ্য ও নথি হাতে এসেছে বলে সিবিআইয়ের তরফে আদালতে দাবি করা হয়েছে।
অভিযোগ, আরজি করে স্টাফ নিয়োগের ক্ষেত্রে চলত টাকার খেলা। সন্দীপ ঘোষের নেতৃত্বেই এই দুর্নীতি হতো। সিবিআই আদালতে জানিয়েছে, আশিষ পাণ্ডে মূলত স্টাফ নিয়োগের দিকটা দেখত। চিকিৎসক আশিস পাণ্ডের ১১দিনের CBI হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। অন্যদিকে, সন্দীপ ঘোষকে ইডি জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় বলে জানা গিয়েছে। সন্দীপ ঘোষের অতিরিক্ত নিরাপত্তারক্ষী আফসর আলি ও মেডিক্যাল সরঞ্জাম সরবরাহকারী ধৃত বিপ্লব সিংহকেও ইডি জিজ্ঞাসাবাদ করবে বলে জানা গিয়েছে।
৮, ৯, ১০, ১৪ অক্টোবর, সকাল ১০ থেকে বিকেল ৫টার মধ্যে প্রেসিডেন্সি জেলে গিয়ে ২ ঘনিষ্ঠ-সহ সন্দীপ ঘোষকে ইডি জেরা করতে পারবে বলে আলিপুর আদালতের তরফে জানানো হয়েছে। অন্যদিকে, আরজি কর কাণ্ডে জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়াতে ৫০ জন চিকিৎসক গণইস্তফা দিয়েছেন বলে জানা গিয়েছে।