National Film Awards 2024: রাষ্ট্রপতি সম্মান পেলেও কোনও আর্থিক পুরস্কার পাবেন না মনোজ বাজপেয়ী! জেনে নিন বাকি বিজয়ীরা কত পেয়েছেন?
মঙ্গলবার দিল্লির বিজ্ঞান ভবনে ২০২৪ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার (National Film Awards 2024) প্রদান অনুষ্ঠিত হল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কার প্রাপকদের মধ্যে মিঠুন চক্রবর্তী, করণ জোহর, নীনা গুপ্তা প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতির হাত ত্থেকে পুরস্কার (National Film Awards 2024) গ্রহণের পাশাপাশি কেন কত টাকা আর্থিক পুরস্কার পেলেন, জেনে নিনঃ
দাদাসাহেব ফালকে পুরস্কার প্রবীণ কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে (National Film Awards 2024) দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছেন। ‘ডিস্কো ড্যান্সার’ অভিনেতাকে ১৫ লক্ষ টাকা আর্থিক পুরস্কার প্রদান করা হয়েছে। অন্যদিকে, স্বর্ণ কমল বিজয়ীদের ৩ লক্ষ টাকা করে পুরস্কার হিসেবে দেওয়া হবে। নিচের তালিকায় কারা কারা আছে দেখুন:
১) সেরা চলচ্চিত্র: আত্তম (পরিচালক আনন্দ একর্ষি)
২) সেরা অভিষেক চলচ্চিত্র: ফৌজা (পরিচালক প্রমোদ কুমার)
৩) সেরা বিনোদনমূলক চলচ্চিত্র: কান্তারা (পরিচালক ঋষভ শেঠি)
৪) সেরা পরিচালনা: উনচাই (সূরজ বরজাতিয়া)
৫) AVGC-তে সেরা চলচ্চিত্র (অ্যানিমেশন, ভিজ্যুয়াল ইফেক্টস, গেমিং এবং কমিক্স)- ব্রহ্মাস্ত্র-পার্ট ১: শিব (পরিচালক অয়ন মুখার্জি)
স্বর্ণ কমলের পরে, রৌপ্য কমল বিজয়ীদের ২ লক্ষ টাকা আর্থিক পুরস্কার (National Film Awards 2024) দেওয়া হয়েছে ।
১) সেরা অভিনেতা: ঋষভ শেঠি
২) সেরা অভিনেত্রী: নিথ্যা মেনেন, মানসী পারেখ
৩) পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা: পবন রাজ মালহোত্রা
৪) পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী: নীনা গুপ্তা
৫) সেরা শিশু অভিনেত্রী: শ্রীপথ
৬) সেরা পুরুষ গায়ক: অরিজিৎ সিং
৭) সেরা মহিলা গায়িকা: বোম্বে জয়শ্রী
৮) সেরা সিনেমাটোগ্রাফি: রবি বর্মন
৯) সেরা সঙ্গীত পরিচালনা: প্রীতম, এ আর রহমান
মনোজ বাজপেয়ী এবং সঙ্গীত পরিচালক সঞ্জয় সলিল চৌধুরী কোনও আর্থিক পুরস্কার (National Film Awards 2024) পাবেন না। কারণ তাদের ‘বিশেষ উল্লেখ’ বিভাগে সম্মানিত করা হয়েছে।