নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুরঃ দুটি লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক মৎস্যজীবীর। আহত হয়েছে মাছ লরিতে থাকা চালক সহ দুইজন। বৃহস্পতিবার ঘটনাটি ঘটছে পূর্ব মেদিনীপুর জেলার দিঘা নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে ছত্রধরা বাসস্ট্যাণ্ডের কাছে৷
ঘটনাস্থলেই লরিতে থাকা রামনগরের বালিসাই বাসিন্দা মৎস্যজীবী লক্ষন পণ্ডিতের মৃত্যু হয়। দুর্ঘটনার পর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করার চেষ্টা করেন। ঘটনার খবর পেয়ে হাজির হয় কাঁথি থানার বিশাল পুলিশবাহিনী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাঁথির ছত্রধরা বাসস্ট্যাণ্ডের কাছে একটি মাল বোঝাই দশচাকা লরি দাঁড়িয়ে ছিল। এদিন দিঘা মোহনা থেকে এক লরি বাক্স নিয়ে মাছ আনার জন্য পেটুয়া মৎস্য বন্দরে আসছিল। ছত্রধরা বাসস্ট্যাণ্ডের কাছে এলে রাস্তার উপর দাঁড়িয়ে থাকার লরির সামনে ধাক্কা মারে।
তারপরে মাছ আনতে আসা লরিটি ছিন্নভিন্ন হয়ে পড়ে। পাশাপাশি উল্টো যায় মাছ লরিটি। ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। ঘটনার স্থলে একজনের মৃত্যু হয়। বাকি দুইজনকে উদ্ধার করে কাঁথি হাসপাতালে ভরতি করেন পুলিশ। দুইজন এখন সঙ্কটজনক অবস্থায় চিকিৎসাধীন বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
কাঁথি থানার পুলিশ গিয়ে রাস্তা থেকে ক্রেন দিয়ে লরিটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পাশাপাশি দাঁড়িয়ে থাকা লরিটি উদ্ধার করে নিয়ে আসেন। দ্রুত গতিতে মাছ লরিটি থাকার কারণে দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মাছ গাড়ির চালক মদ্যাপ অবস্থায় ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।