আবারও অদলবদল হয়ে গেল পাকিস্তানের (Pakistan Cricket) নির্বাচক কমিটিতে। প্রাক্তন পেসার আকিব জাভেদ ও প্রাক্তন অধিনায়ক আজহার আলির সঙ্গে নির্বাচক কমিটিতে নতুন সদস্য হিসেবে এলেন সে দেশের আম্পায়ার আলিম দার।
মুলতানে শুক্রবার ইংলিশদের বিরুদ্ধে ইনিংস ও ৪৭ রানে হেরেছে পাকিস্তান (Pakistan Cricket)। ঘরের মাঠে এমন হারের কিছু সময় পর নির্বাচক কমিটিতে নতুন সদস্য যোগ করার কথা জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগে থেকেই কমিটিতে থাকা পাকিস্তানের প্রাক্তন ব্যাটসম্যান আসাদ শফিক ও অ্যানালিস্ট হাসান চিমার সঙ্গে কাজ করবেন নতুন তিনজন।
মহম্মদ ইউসুফ নির্বাচক কমিটি থেকে সরে দাঁড়ানোর ১০ দিন পর নতুন সদস্য যোগ করেছে পিসিবি। নতুন নির্বাচক কমিটিতে রাখা হয়নি দুই কোচ জেসন গিলেস্পি ও গ্যারি কারস্টেনকে। কমিটির প্রধান হিসেবেও দায়িত্ব দেওয়া হয়নি কাউকে। ২০২১ সালের আগস্ট থেকে এখন পর্যন্ত ভিন্ন ২৬ জন নির্বাচক নিয়োগ করেছে পাকিস্তানের বোর্ড (Pakistan Cricket)। নতুন কমিটির প্রথম কাজ হচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দল সাজানো। মুলতানেই আগামী মঙ্গলবার শুরু হবে মাঠের লড়াই। এর আগে কেবল প্রথম টেস্টের জন্যই দল ঘোষণা করেছিল পিসিবি।
আম্পায়ারদের নির্বাচক হওয়ার ঘটনা ক্রিকেটে খুবই বিরল। গত বছর আইসিসির আম্পায়ারদের এলিট প্যানেল থেকে সরে দাঁড়ান আলিম দার। তবে আন্তর্জাতিক প্যানেলের অংশ হিসেবে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে এখনও আম্পায়ারিং করে যাচ্ছেন। আম্পায়ার হিসেবে ২৫ বছরের কেরিয়ারে ইতি টানার ঘোষণা সম্প্রতি করেছেন আলিম দার। পেশাদার আম্পায়ার হিসেবে পাকিস্তানের (Pakistan Cricket) ২০২৪-২৫ তার শেষ ঘরোয়া মরসুম। তবে এই অধ্যায় শেষের আগেই নতুন দায়িত্ব পেলে গেলেন ৫৬ বছর বয়সী আম্পায়ার।