পুজোর মধ্যেই এক মহিলাকে প্রকাশ্য রাস্তায় শাড়ি খুলে দেওয়ার অভিযোগ উঠেছে (Kasba)। কসবা থানায় (Kasba) অভিযোগ জানাতে তা নেয়নি পুলিশ বলে নির্যাতিতার পরিবারের তরফে অভিযোগ করা হয়। জনবহুল প্রকাশ্য রাস্তায় (Kasba) কীভাবে এই ধরনের ঘটনা ঘটল, সেই নিয়ে প্রশ্ন তোলেন অভিযোগকারিনী।
কসবার নিউমার্কেটের সামনে এই ঘটনাটি ঘটেছে। সূত্রের খবর, এলাকাতেই এক অনুষ্ঠান বাড়িতে যায় মহিলার ১৪ বছরের ছেলে। সেখানেই ওই যুবকের সঙ্গে বসচা বাধে ওই মহিলার। বাচ্চা ছেলেটিকে ওই যুবকেরা মারধর করে বলে অভিযোগ। তাতেই ক্ষোভে ফেটে পড়েন ওই মহিলা। মহিলা প্রতিবাদ করতেই যুবকেরা রাগে ফেটে পড়ে। ওই মহিলাকে টেনে রাস্তায় নিয়ে আসা হয়। সেখানেই ওই মহিলার শাড়ি টেনে খুলে দেওয়া হয় বলে যুবকদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ঘটনায় রীতিমতো তপ্ত হয়ে ওঠে এলাকা। ব্যাপক শোরগোল শুরু হয়ে যায়। এমনকী ঘটনায় শুরুতেই পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে।
ওই মহিলা অভিযোগ করেছেন, তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করতে গিয়েছিলেন। কিন্তু পুলিশ সেই অভিযোগ নিতে অস্বীকার করেন। ঘটনার সম্পূর্ণ বিবরণ দিয়ে তিনি অভিযোগ জানাতে চেয়েছিলেন। কিন্তু তা নিতে অস্বীকার করে পুলিশ। যদিও তাঁর আরও দাবি, খবর নিয়ে শোরগোল শুরু হতেই পুলিশের তরফে সকালে তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করা হয়। কিন্তু পুলিশ এখনও অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি বলে জানা গিয়েছে।
নির্যাতিতা এদিন সাংবাদিকদের সামনে ক্ষোভে ফেটে পড়েন। তিনি বলেন, “সবার সামনে আমার শাড়িটা খুলে দেওয়া হয়। আমাকে চড়ও মারতে থাকে। ওরা বলতে থাকে একে তোল। জঙ্গলে তুলে নিয়ে রেপ করে দে। আমার বুকেও পাঁচটা আঙুলের দাগ বসিয়ে দিয়েছে। যাঁরা করেছে এদের সবাইকে আমি চিনি। এখানেই মদ খায়। জুয়া খেলে। তবে ওরা কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কিনা আমি বলতে পারব না।”