মঙ্গলবার দুপুর দুটো থেকে সুপ্রিম কোর্টে (Supreme Court) আরজি কর কাণ্ডে শুনানি শুরু হয়। সেখানে প্রধান (Supreme Court) বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চ সিবিআইয়ে স্টেটাস রিপোর্ট শোনেন। এদিন সুপ্রিম কোর্ট (Supreme Court) রাজ্যের একাধিক বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন।
জুনিয়র চিকিৎসকরা ১০ দফা দাবি নিয়ে অনশন করছেন। জুনিয়র চিকিৎসকদের দাবি নিয়ে সু্প্রিম কোর্টে একাধিক আলোচনা হয়। সুপ্রিম কোর্টে উঠে আসে হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা। আরজি কর কাণ্ডের পর একাধিকবার হাসপাতাল ও জুনিয়র চিকিৎসক হামলার মুখোমুখি হয়েছে। এদিন সুপ্রিম কোর্টে জুনিয়র চিকিৎসকদের নিরাপত্তার অডিটে রাখার আবেদন জানান আইনজীবী করুণা নন্দী। এই প্রসঙ্গে রাজ্যের আইনজীবী রাকেশ দ্বিবেদী বলেন, প্রতিমুহূর্তে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। এই প্রসঙ্গে করুণা নন্দী বলেন, রাতের সাথী প্রকল্পে সিভিক ভলেন্টিয়ারদের সংখ্যা দ্বিগুন করা হয়েছে। প্রাইভেট সিকিউরিটি এজেন্সি রেগুলেশন আইন ২০০৫ অনুযায়ী নিয়োগ হচ্ছে হলে রাজ্যের তরফে জানানো হয়েছে। এই প্রসঙ্গে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, পরবর্তী শুনানির দিন, কোন পদ্ধতিতে সিভিক ভলান্টিয়রদের নিয়োগ করা হয়, সিভিক ভলান্টিয়রদের নিয়োগকারী কে, কোন আইন বলে করা নিয়োগ হয়, মোট কত সিভিক ভলান্টিয়র আছে, কোথায় কোথায় তাদের নিয়োগ করা হয়েছে, কীভাবে তাঁদের ভেরিফিকেশন করা হচ্ছে সেই বিষয়ে হলফনামা দিয়ে জানাতে হবে রাজ্য সরকারকে। পাশাপাশি প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় স্পষ্ট জানিয়ে দেন, হাসপাতাল এবং স্কুলের মত সংবেদনশীল জায়গায় সিভিক ভলান্টিয়র নিয়োগ করা যাবে না।
এদিন চিকিৎসকদের অন্যতম দাবি ইন্টিগ্রেটেড রেফারেল সিস্টেম গঠন। সেই নিয়ে আইনজীবী ইন্দিরা জয় সিং জোর সওয়াল করেন। তিনি বলেন, সংশ্লিষ্ট রোগের জন্য যে চিকিৎসক প্রয়োজন সেই চিকিৎসক আছে সেই সংক্রান্ত তথ্য সম্মলিত সিস্টেম গঠনের দাবি জানালেন তিনি। হাসপাতালে বেড না পাওয়ার ফলে চিকিৎসকদের উপরে মানুষের ক্ষোভ বাড়ছে। কারণ তারা নাজেহাল হচ্ছেন। পাশপাশি তিনি জানান, সেই কারণে জুনিয়র চিকিৎসকদের রোগীর পরিবার হেনস্তা করেন।
এই প্রসঙ্গে গুরুত্বপূর্ণ নির্দেশ দেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। তিনি বলেন, ইন্টিগ্রেটেড হাসপাতাল ম্যানেজমেন্ট সিস্টেম ১ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে। স্বাস্থ্য পরিষেবা, চিকিৎসক এবং ওষুধ আছে কি না তা জানতে হবে।