বৃহস্পতিবারও বাংলায় বিক্ষিপ্ত (Weather Update)বৃষ্টিপাত হয়। দক্ষিণে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে বাংলাতে বৃষ্টিপাত(Weather Update) হয়। ইতিমধ্যে সারা ভারত থেকে বর্ষা (Weather Update) বিদায় নিয়েছে। বর্ষা বিদায় নিলেও বাংলা থেকে এখনও বৃষ্টি (Weather Update) বিদায় নেয়নি। আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপের পূর্বাভাস (Weather Update) রয়েছে এ রাজ্যে।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জাননো হয়েছে, ২২ অক্টোবর মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের জন্ম হতে পারে। তারপর শক্তি বাড়াতে পারে নিম্নচাপ। তবে সেই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, সেই বিষয়ে এখনই কিছু বলা যাবে না বলে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে। আগামী সপ্তাহে নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গ ও ওড়িশায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
প্রসঙ্গত, বুধবার দুর্গাপুরে প্রচুর বৃষ্টিপাত হয়। প্রবল বৃষ্টিতে কার্যত নাজেহাল অবস্থা দুর্গাপুরবাসীর। আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, ১২ ঘণ্টায় ১৯১ মিলিমিটার বৃষ্টি হয়েছে সেখানে। দুর্গাপুরের একাধিক জায়গায় বন্যা পরিস্থিতি দেখতে পাওয়া গিয়েছে। বৃষ্টি লাগোয়া পূর্ব বর্ধমান, বীরভূমেও বৃষ্টি হয়েছে রাতের দিকে। তবে এখনই নতুন করে দুর্গাপুরে বৃষ্টিপাতের পরিস্থিতি নেই।
এবার দুর্গাপুজোর আগেও একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছিল। যার জেরে বাংলা জুড়ে পুজোর সময় বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল। কিন্তু বাংলায় পুজোর সময় বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা গিয়েছে। বাংলার কোথাও পুজোর সময় লাগাতার বৃষ্টিপাত হয়নি। তবে নতুন করে বৃষ্টিপাতের সম্ভাবনায় চিন্তার ভাঁজ সাধারণ মানুষের মনে। দুর্গাপুজো হয়ে গেলেও কালীপুজো ও দীপাবলি রয়েছে। সেই সময় বৃষ্টিপাত হবে কি না, সেই নিয়ে চিন্তার ভাঁজ। তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন, দীপাবলির সময় আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।