নিজস্ব প্রতিনিধি, মালদহ: অপরাধীদের অপরাধ করার কোন সময় লাগে না তাই না! এই করোনা আবহে মানুষের প্রান যেখানে ওষ্ঠাগত, সেখানে এই লকডাউনের মধ্যেও অপরাধমূলক কাজ ব্যহত হয়নি অপরাধীদের৷ আকছার শোনা যায় আগ্নেয়াস্ত্র থেকে মাদকদ্রব্য পাচারের ঘটনা৷ এই ধরণের কাজগুলি রোখার জন্য পুলিশ প্রশাসন যথেষ্ট তৎপরতার সাথে কাজ করলেও পুলিশের চোখকে ফাঁকি দিয়েই চলছে এই ধরণের দুষ্কৃতীমূলক কাজ৷
এমনই এক ঘটনা ঘটল মালদহে। আগ্নেয়াস্ত্র সহ তিন জনেকে গ্রেফতার করল মালদহর চাঁচোল থানার পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পাইপগান, কার্তুজ সহ ধারালো অস্ত্র। ধৃতদের শুক্রবার মালদহর চাঁচোল কোর্টে তুলে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃস্পতিবার গভীর রাতে মালদহর চাঁচোল থানার গালিমপুর এলাকায় ডাকাতির উদ্দেশ্যে তারা জড়ো হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ হানা দিয়ে তিনজনকে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র সহ গ্রেফতার করে। বাকি তিনজন পালিয়ে যায়।
পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান ওই এলাকায় ডাকাতির উদ্দেশ্যেই তারা জড়ো হয়েছিল। বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।