জুনিয় চিকিৎসকদের আন্দোলনকে কটাক্ষ করে ফের একবার বিতর্কিত মন্তব্য করলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। নন্দীগ্রামের বিজয়া সম্মিলনীতে যোগ দিতে গিয়ে চিকিৎসকদের আক্রমণ করেন তিনি (Kunal Ghosh)। জেলা হাসপাতাল থেকে কলকাতায় গিয়ে প্রাকটিস করা চিকিৎসকদের আক্রমণ করেন কুণাল ঘোষ (Kunal Ghosh) । তিনি (Kunal Ghosh) সেই চিকিৎসকদের চিনে রাখার আহ্বান জানান। প্রয়োজনে সরকারের কাছে সেই তালিকা পাঠানো হবে বলে মন্তব্য করেন। পাল্টা জুনিয়র চিকিৎসকরা বলেন, সেই কারণেই তো আন্দোলন। বায়োমেট্রিক বসানো প্রয়োজন। তাহলে কোন চিকিৎসক কবে আসছেন। কতক্ষণ হাসপাতালে থাকছেন সব জানা যাবে।
নন্দীগ্রামের বিজয়া সম্মিলনীতে কী বললেন কুণাল ঘোষ? কুণাল ঘোষ বলেন, “দু নৌকায় পা দেওয়া মুখোশধারী ডাক্তারদের চিনে রাখুন। যাঁরা ২-৩ তিন ডিউটি করে জেলা থেকে পালিয়ে গিয়ে কলকাতায় প্রাকটিস করছেন তাঁদের নাম নোট করে রাখুন। তাঁদের তালিকা প্রশাসনের কাছে পাঠানো হবে।” পাশাপাশি তিনি বলেন, “রক্ত পরীক্ষা সহ নানা পরীক্ষা করতে দেন ডাক্তাররা। কিন্তু দেখে নেবেন যে ডাক্তার দিচ্ছেন তিনি যেন ল্যাব থেকে কমিশন খাওয়ার জন্য আপনার প্রেসক্রিপশনটাকে ব্যবহার না করে! যে ডাক্তাররা কমিশন খাবে তাঁদের নাম লিখে রাখুন।”
কুণাল ঘোষের এই মন্তব্যের প্রেক্ষিতে আন্দোলনকারী এক চিকিৎসক বলেন, “ আমরা তো হাসপাতালে পরিকাঠামো বাড়ানোর কথা বলেছি। বায়োমেট্রিক চালু করুক। তাহলে দেখা যাবে কে থাকছে আর কে থাকছে না। যদি কেউ বেআইনি কাজ করে থাকে তাহলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিক সরকার। কিন্তু এই কথা বলে যদি আমাদের দশ দফা দাবি থেকে মোড় ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হলে আমরা তাঁর প্রতিবাদ জানাব। আগে আমাদের সমস্যার সমাধান হোক। আমরা সেটাই চাই।”
যদিও সিনিয়র চিকিৎসকরা বলেন, কুণাল ঘোষ সকালে ঘুম থেকে ওঠার পর থেকে কিছু না কিছু বলেন। ওনার কথার কোনও গুরুত্ব দিতে আদৌ আগ্রহী নন চিকিৎসকরা। ওনার কথা নিয়ে আলোচনা করতেও আগ্রহী নন বলে চিকিৎসকদের একাংশ বলেন।