আরজি কর ঘটনা নিয়ে ইতিমধ্যে তোলপাড় রাজ্য। জুনিয় চিকিৎসকদের পাশাপাশি সাধারণ মানুষ আন্দোলন করে চলেছেন। এই পরিস্থিতিতে ফের নারী নির্যাতনের (Woman harassment) ঘটনা প্রকাশ্যে এল। এবার কাঠগোড়ায় চিকিৎসক। ডাক্তার দেখাতে আসা মহিলাকে ইঞ্জেকশন দিয়ে অচৈতন্য করে লাগাতার ধর্ষণের (Woman harassment) অভিযোগ উঠল। সেই ধর্ষণের ছবি ক্যামেরাবন্দি করে রাখা হয়। ধর্ষণের (Woman harassment) কথা কাউকে বললে ছবি ভাইরাল করে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে এক চিকিৎসককে ইতিমধ্যে গ্রেফতার (Woman harassment) করা হয়েছে। ঘটনাটি উত্তর ২৪ পরগনার হাসনাবাদ থানা এলাকায় ঘটেছে বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মহিলার স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন। চিকিৎসা করাতে আসেন। সেই সময় তাঁকে চিকিৎসার নাম করে ইঞ্জেকশন দেওয়া হয়। তাঁকে অচৈতন্য করে লাগাতার ধর্ষণ করা হয়। এরপরেই সেই সময়কার ছবি তোলা হয়। লাগাতার হুমকি দেওয়া হয়, কাউকে ধর্ষণের কথা বললে ছবি ভাইরাল করে দেওয়া হবে।
নির্যাতিতার অভিযোগ,ধর্ষণ ও হুমকির পাশাপাশি মহিলার কাছ থেকে চার লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়। এরপর নির্যাতিতা তাঁর স্বামীকে সব কথা বলেন। স্বামী বাড়ি এসে ওই চিকিৎসকের নামে থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত চিকিৎসককে সোমবার রাতে গ্রেফতার করেছে। নির্যাতিতার স্বামী বলেন, “আজ তাঁকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে এবং ওই মহিলার গোপন জবানবন্দী নেওয়া হবে। আমার স্ত্রী চিকিৎসার জন্য গিয়েছিল। সেই সময় ইঞ্জেকশন দেয়। তারপর জ্ঞান হরান। আর তারপর এই কাজ।”
বার বার রাজ্যে নারী নির্যাতনের খবর প্রকাশ্যে আসছে। আরজি কর ঘটনার পর থেকে একাধিক ঘটনা ঘটেছে এই দুই মাসের মধ্যে। এই পরিস্থিতিতে বার বার রাজ্য বিভিন্ন ঘটনা নিয়ে উত্তাল হয়েছে। জয়নগরে ৯ বছরের এক শিশুকে ধর্ষণ করে খুন করা হয়। আরজি করের ঘটনার পর এই ঘটনায় রাজ্যের মানুষ ক্ষুব্ধ হয়ে পড়েছিল। তারপরেও একাধিক ঘটনা ঘটতে থাকে। যার জেরে পরিস্থিতি ভয়ানক হয়ে ওঠে।