বেশ কিছুদিন ধরে অস্বস্তিতে দিন কাটাচ্ছেন সলমন খান (Salman Khan)। বলিউড সুপারস্টারকে বারবার প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। অবশ্য বেশ কয়েক বছর ধরেই এমন ঘটনা চলছে ভাইজানের সঙ্গে। কিন্তু কয়েক মাস আগে যখন সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে গুলি চালানো হয়, তারপর থেকে টানা এমন ঘটনা ঘতেই চলেছে। সলমন খানকে ফের প্রাণনাশের হুমকি মঙ্গলবার মুম্বাই ট্রাফিক পুলিশ একটি মেসেজ পায় যেখানে একজন অজ্ঞাত ব্যক্তি হুমকি দেয় এবং ২ কোটি টাকা দাবি করে।
ওই মেসেজে আরও বলা হয়, টাকা না পেলে তিনি সলমন খানকে (Salman Khan) মেরে ফেলবেন। হুমকি বার্তা পাওয়ার পর, মুম্বাইয়ের ওরলি থানায় অজ্ঞাত এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
সলমন খানের ঘনিষ্ঠ বন্ধু ও নেতা বাবা সিদ্দিকীর হত্যার পর তাঁর (Salman Khan) নিরাপত্তা বাড়ানো হয়েছে। সুপারস্টার যেখানেই যান, সুরক্ষা বলয় তাকে ঘিরে রাখে। সলমন খান ও তাঁর বাবা সেলিম খানকে একাধিকবার হুমকি দেওয়া হয়েছে। লরেন্স বিষ্ণোই-এর সহযোগীদেরও ফেসবুক পোস্টের মাধ্যমে হুমকি ও হামলার দায় নিতে দেখা গেছে। এই ঘটনায় এখনও পর্যন্ত বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সলমন খানের বাবা সেলিম খানও বিষয়টি নিয়ে মুখ খোলেন। সলমন (Salman Khan) কোনও ভুল করেননি, তাই তাঁর ক্ষমা চাওয়ার কোনও প্রয়োজন নেই। তিনি আরও বলেন, আজ পর্যন্ত সলমন একটিও আরশোলা মারেননি। যদিও সেলিম খানের দেওয়া বয়ানে বিষ্ণোই সম্প্রদায়ের অনেকেই অসন্তুষ্ট হয়।