আবাস যোজনার টাকা যেন কোনওভাবেই নয়-ছয় না হল, লাভপুর থেকে এমন বার্তা দিলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। এমনকী দলের লোক দেখে যেন আবাস যোজনার টাকা (Anubrata Mondal)না দেওয়া হয়, যাদের প্রয়োজন তাদের জন্য এই টাকা দেওয়া হয় বলে জানালেন বীরভূমের তৃণমূল নেতা (Anubrata Mondal)। এই বাড়ি যোগ্য প্রাপক গরিব মানুষই পায় সেটা দেখার জন্য বার্তা দেন তিনি। বিজয়া সম্মিলনির মঞ্চ থেকে দলের কর্মীদের উদ্দেশে এই বার্তা দিলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। আহমদপুর ও লাভপুরের সভা থেকে অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) আবাস প্রকল্প নিয়ে পক্ষপাতিত্ব না করার নিদান দিলেন।
জেল থেকে ফেরার পর বিজয়া সম্মিলনী করেছিলেন অনুব্রত মণ্ডল। সেই বিজয়া সম্মিলনীতে কার্যত বীরভূমের কোনও কোর কমিটির সদস্য ছিল না। এরপরেই মুখ্যমন্ত্রীর ফোন যায় অনুব্রত মণ্ডলের কাছে। প্রসঙ্গত, অনুব্রত মণ্ডলের জেলে যাওয়ার পরে বীরভূমে তৃণমূলের একটি কোর কমিটি গঠন করা হয়। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী অনুব্রত মণ্ডলকে জানান, দলে কোর কমিটিকে নিয়েই চলতে হবে। আগের মতো আর একা চলা যাবে না।
প্রসঙ্গত, অনুব্রত মণ্ডলের জেল হওয়ার পর কোর কমিটি গঠন করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী। সেই সময় বীরভূমের কেউ জেলা সভাপতি ছিলেন না। গত দুই বছরে যতগুলো নির্বাচন হয়েছে, বীরভূমে সব সামলেছে কোর কমিটি। কিন্তু অনুব্রত মণ্ডলের জেল থেকে মুক্তি পাওয়ার পরেই কোর কমিটির অস্তিত্ব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। দলীয় কার্যালয় থেকে কোর কমিটির ছবি সরিয়ে ফেলা হয়। কমিটির সদস্য কাজল শেখের সঙ্গে একই মঞ্চে একই প্রেমে অনুব্রত মণ্ডলকে দেখতে পাওয়া যায় না। এছাড়া কোর কমিটির সদস্যদের ছাড়াই বিজয়া সম্মিলনী করেন অনুব্রত মণ্ডল। সেই নিয়ে একাধিক প্রশ্ন উঠতে থাকে। তারপরেই অনুব্রত মণ্ডলের কাছে যায় মুখ্যমন্ত্রীর ফোন।
অন্যদিকে, দীপাবলির পর থেকে সক্রিয় রাজনীতিতে দেখা যাবে অনুব্রত মণ্ডলকে বলে জানা যাচ্ছে। প্রায় দুই বছর পর তিনি তিহাড় জেল থেকে ছাড়া পেয়েছেন। দুর্গাপুজোর ঠিক আগে তিনি তিহার জেল থেকে ছাড়া পেলেও এখনও তাঁকে সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি। তৃণমূলের বিজয়া সম্মিলনীতে দেখতে পাওয়া গিয়েছিল।