আবাস যোজনা (Awas Yojana) নিয়ে ক্রমেই দুর্নীতির অভিযোগ জোড়াল হচ্ছে। আবাস যোজনার (Awas Yojana) সমীক্ষায় রাজ্যজুড়ে ৩.৫ লক্ষের নাম বাদ পড়েছে বলে জানা গিয়েছে। মোট যতগুলো নাম জমা পড়েছে, তার ২০ শতাংশ নাম সমীক্ষায় (Awas Yojana) বাদ পড়েছে বলে জানা গিয়েছে। বিপুল সংখ্যক নাম বাদ পড়ায় নতুন বিতর্ক করে শুরু হয়েছে। যার ফলে নতুন করে আবাস যোজনার (Awas Yojana) সমীক্ষা শুরু হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
আবাস যোজনার সমীক্ষা নিয়ে রাজ্যের একাধিক জায়গায় বিক্ষোভ দেখা দিয়েছে। সাধারণ মানুষ অভিযোগ করছেন, যাঁদের ইতিমধ্যে পাকা বাড়ি রয়েছে, তাঁরা আবার নতুন করে টাকা পাচ্ছেন বাড়ির জন্য। কিন্তু যাঁদের মাটির বাড়ি বা কাঁচা বাড়ি, তাঁদের নাম তালিকা থেকে বাদ পড়েছে। বিক্ষোভে তৃণমূলের অস্বস্তি ক্রমেই বাড়ছে। যার জেরে নবান্নে বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব, পঞ্চায়েত মন্ত্রী। সেখানে মুখ্যমন্ত্রী বলেন, আবাসের টাকা দিচ্ছে রাজ্য সরকার তাই কেন্দ্রের শর্তে সমীক্ষা করা যাবে না। রাজ্য সরকারের অভিমুখ হবে মানবিক। কেউ একটা স্কুটার কিনলে আবাসের ঘর পাবে না এটা হতে পারে না।
মালদা, মুর্শিদাবাদ, নদিয়া ও উত্তর ২৪ পরগনা থেকে সব থেকে বেশি নাম আবাস যোজনা থেকে বাতিল পড়েছে। ১৬ লক্ষ লোকের তালিকা নিয়ে সমীক্ষা করতে নেমে ৩.৫ লক্ষ নাম বাদ পড়েছে। ফের সমীক্ষা হবে বলে জানা গিয়েছে। ৩.৫ লক্ষ নাম কেন বাতিল হয়েছে, তা জানাতে হবে বলেও প্রশাসনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে।
ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নাম বাতিল হয়েছে। এখন বিক্ষোভের মুখে পড়ে মুখ্যমন্ত্রী মানবিক সাজার চেষ্টা করছেন। অন্যদিকে, অনুব্রত মণ্ডল লাভপুরের একটি সভা থেকে বলেন, কোনওভাবেই বাডি তৈরির টাকা নয়ছয় করা যাবে না। যাদের মাটির বাড়ি রয়েছে, তারাই একমাত্র আবাস যোজনার জন্য আবেদন করতে পারবেন।