আরজি কর কাণ্ডে নীরব ভূমিকা পালন করেছিলেন অনির্বান ভট্টাচার্য (Anirban Bhattacharya)। এই পরিস্থিতিতে যখনই অভিনেতার (Anirban Bhattacharya) সোশ্যাল মিডিয়ায় কোনও পোস্ট এসেছে, নেটিজেনরা কটাক্ষে ভরিয়ে দিয়েছেন। এবার কালীপুজোর রাতে বারাসাতে হেলমেট ছাড়া বাইক চালিয়ে নতুন করে ট্রোলের মুখে পড়লেন অভিনেতা অনির্বান ভট্টাটার্য (Anirban Bhattacharya)।
কালীপুজোর রাতে বারাসাতে বাইক চালান অনির্বান ভট্টাচার্য। এতটুকু ঠিক ছিল। কিন্তু তিনি কোনও হেলমেট পরেননি। তাতেই নেটিজেনরা কটাক্ষ করে। সোশ্যাল মিডিয়ার নতুন করে ট্রোলের মুখে পড়েন অভিনেতা অনির্বান ভট্টাচার্য। বারাসাতে অভিনেতা অনির্বান ভট্টাচার্য কোনও ঠাকুর দেখতে যাননি। শীঘ্রই তাঁর সিনেমা রোমিও জুলিয়েট মুক্তি পেতে চলেছে। তারই প্রচারে বারাসাতে গিয়েছিলেন অনির্বান ভট্টাচার্য। বারাসাতের একটি কালীপুজোয় যান। ছবির প্রচারে ১০০টি বাইক নিয়ে তাঁরা ব়্যালি করেন। বারাসাতে বৃহস্পতিবার রোমিও জুলিয়েট সিরিজের দুই মুখ্য অভিনেতা দেবদত্ত রাহা ও হিয়া রায় উপস্থিত ছিলেন।
এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লেই ট্রোলের মুখে পড়তে হয় অভিনেতা অনির্বান ভট্টাচার্যকে। একজন লিখলেন, ‘এবার আর পুলিশ চোখে দেখতে পায় না’। আরেকজন লিখলেন, ‘এই লোকটা লম্বা ঘুম থেকে জেগে উঠেছে। এতদিন তো আরজি কর নিয়ে চুপ ছিল। এবার উঠেই বেআইনি কাজ শুরু।’ তৃতীয়জনের মন্তব্য, ‘একসময় কী ভালো লাগত। পুরো সম্মানটাই নষ্ট হয়ে গেছে।’ চতুর্থজন লেখেন, ‘হেলমেট কোথায়? এরা নাকি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার’! পঞ্চমজন লেখেন, ‘আর আমাদের মাথায় হেলমেট না থাকলে….’
প্রসঙ্গত, ৯ আগস্ট আরজি করে চেস্ট বিভাগের সেমিনার হলে তরুণী চিকিৎসকের দেহ পাওয়া যায়। অভিযোগ ওঠে, তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে। ঘটনায় প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বাংলা। জুনিয়র চিকিৎসকরা রাস্তায় নেমে আন্দোলন করে। বিক্ষোভ করেন। জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে নাগরিক সমাজের একটা বড় অংশ সমর্থন করেছিলেন। সমর্থন করেছিলেন টলিউডের বহু অভিনেতা-অভিনেত্রী। কিন্তু সেই সময় কোনও মন্তব্য প্রকাশ করেননি অভিনেতা অনির্বান ভট্টাচার্য। কার্যত নীরব অবস্থান নিয়েছিলেন। যার জেরে ক্ষোভে ফেটে পড়তে থাকে সাধারণ মানুষ।