দীপাবলির রাতে ফের মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল রাজ্য (Uluberia)। বাড়ি পোড়াতে গিয়ে বাড়ির মধ্যেই অগ্নিদগ্ধ হয়ে তিন জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে (Uluberia)। মৃতদের মধ্যে দুই জন নাবালক ও একজন নাবালিকা বলে জানা গিয়েছে। উলুবেড়িয়া (Uluberia) পৌরসভায় ২৭ নম্বর ওয়ার্ডে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। আগুন নেভাতে ঘটনাস্থলে (Uluberia) হাজির হয় দমকল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কালীপুজো উপলক্ষে শুক্রবার সন্ধ্যার সময় বাজি পোড়ানো হচ্ছিল। বাড়ির ভিতরেই তিন জন শিশু ফুলঝুড়ি জ্বালাচ্ছিল। সেই সময় ফুলঝুড়ির আগুনের ফুলকি বাড়ির কোথাও একটা গিয়ে পড়ে। সেখান থেকে আগুন লেগে যায়। সারা ঘর দাউ দাউ করে জ্বলতে শুরু করে। আগুন লাগার পর ওই তিনটে শিশু কোনওভাবে বাড়ি থেকে বের হতে পারেনি। প্রতিবেশীরা জানতে পেরে বালতি করে জল নিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু ততক্ষণে আগুন সারা বাড়িতে ছড়িয়ে পড়ে। দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল তিনটে শিশুকে উদ্ধার করে। কিন্তু ততক্ষণে তিনটি শিশুর জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওই তিন শিশুকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। গোটা এলাকায় শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েছে পরিবার।
অন্যদিকে, কালী পুজোর রাতে এক শিশুকে ধর্ষণ করে খুন করার অভিযোগ উঠেছে। এক প্রৌঢ়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ওই প্রৌঢ়কে সুপারি গাছে বেঁধে গণপিটুনি দেয় গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে ফালাকাটার ধনীরামপুর এলাকায়। গণপিটুনিতে প্রৌঢ়ের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। শুক্রবার সকালে এলাকার এক পুকুর থেকে শিশু কন্যার দেহ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শিশুটি নিখোঁজ ছিল। শিশুটিকে পুকুরে ফেলার সময় প্রৌঢ়কে কয়েকজন গ্রামবাসী দেখতে পান। এরপরেই অভিযুক্তকে গাছে বেঁধে গণপিটুনি দেওয়া হয়।
জানা যায় অভিযুক্ত নিজের দোষ মারের চোটে স্বীকার করেছিল। তারপর মারধরের পরিমাণ আরও বেড়ে যায়। তাতেই অভিযুক্তের মৃত্যু হয়েছে।