Homeরাজ্যের খবরBengal Governor: দুয়ারে রাজ্যপাল! সমস্যার কথা শুনতে মানুষের দ্বারে সিভি আনন্দ বোস

Bengal Governor: দুয়ারে রাজ্যপাল! সমস্যার কথা শুনতে মানুষের দ্বারে সিভি আনন্দ বোস

Published on

রাজ্যপাল (Bengal Governor) দুয়ারে সরকারের কর্মসূচির আদলে নতুন একটি  কর্মসূচি গ্রহণ করেছেন।  তিনি (Bengal Governor) জানান, মানুষের সমস্যার কথা জানতে তাঁদের কাছে যাবেন। অনেকটা দুয়ারে সরকারের কর্মসূচির মতো রাজ্যপাল (Bengal Governor) এই কর্মসূচি নিয়েছেন। এই প্রসঙ্গে পশ্চিবঙ্গের রাজ্যপাল (Bengal Governor) সিভি আনন্দ বোস বলেন,  “মানুষ নিজের সমস্যার সম্পর্কে আমাকে জানাবেন। সেই কারণেই মানুষের পাশে যাচ্ছি, মানুষের কাছে পৌঁছাচ্ছি। আমি অন্য কারও কোনও প্রকল্পের কপি করছি না।”

 

বার বার রাজ্য ও রাজ্যপালের বিরোধ সংবাদের শিরোনামে জায়গা করে নিয়েছে। যদিও শুক্রবাস সাংবাদিকদের মুখোমুখিয়ে হয়ে রাজ্যপাল বলেন, “রাজ্যের সঙ্গে আমার কোনও বিরোধ নেই।” এদিন রাজ্যপাল এক মাস ব্যাপী নিজের কর্মসূচি ঘোষণা করেন। সেই কর্মসূচীর নাম দেওয়া হয়েছে, ‘আপনা ভারত – জাগতা বেঙ্গল’। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যপাল সাধারণ মানুষের কাছে যাবেন। তাঁদের সঙ্গে কথা বলবেন। এই কর্মসূচীতে  মানবপাচার বিরোধী, মাদকের অপব্যবহার বিরোধী, নারীর ক্ষমতায়ন, শিশুদের নিরাপত্তা ও নিরাপত্তা, যুবদের অংশগ্রহণ, সাংস্কৃতিক ও শিক্ষামূলক উদ্যোগের ওপর জোর দেওয়া হবে বলে রাজভবনের তরফে জানানো হয়েছে।

রাজভবন সূত্রে জানা গিয়েছে, রাজ্যপাল এই এক মাসের মধ্যে ২৫০টি জায়গা ভ্রমণ করবেন। রাজ্যের বিভিন্ন পিছিয়ে পড়া এলাকায় রাজ্যপাল সিভি আনন্দ বোস যাবেন বলে জানা গিয়েছে। এই কর্মসূচীর অধীনে রাজ্যপাল বিভিন্ন স্কুল ও কলেজে যাবেন। সেখানের শিক্ষার্থীদের সঙ্গে নিজের মত বিনিময় করবেন বলে জানা গিয়েছে। এছাড়াও, গভর্নরের গোল্ডেন গ্রুপ, গভর্নরের স্কলারশিপ স্কিম, গভর্নর’স অ্যাওয়ার্ড স্কিম চালু করতে চলেছেন রাজ্যপাল বোস।  পাশাপাশি অভয়া প্লাস নামে মেয়েদের আত্মরক্ষামূলক কোর্স রাজ্যপাল চালু করতে চলেছেন।

তবে রাজ্যপালের এই কর্মসূচী নিয়ে প্রশাসনের বিবৃতি পাওয়া যায়নি। তবে রাজ্য-রাজ্যপালের বিরোধ এই কর্মসূচীকে ঘিরে নতুন করে তৈরি হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া গিয়েছে। দুয়ারে সরকারের কপি পেস্ট কর্মসূচী বলে শাসক দলের একাংশ ইতিমধ্যে কটাক্ষ করতে শুরু করেছেন।

Latest News

Price Hike: আলু রফতানিতে নিষেধাজ্ঞা! দাম কমার আশায় মধ্যবিত্ত বাঙালিরা

মুখ্যমন্ত্রীকে না জানিয়েই ভিন রাজ্যে পাঠানো হচ্ছিল আলু (price hike)। তার জেরেই হু হু...

IND vs AUS: ভারতের ব্যাটিংয়ে ধস, অজিদের কোমর ভেঙে দিলেন অধিনায়ক বুমরা

শুক্রবার থেকে শুরু হয়েছে ভারত ও অস্ট্রেলিয়ার (IND vs AUS) মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট...

IPL: আইপিএলের আগামী তিন আসরের সূচি প্রকাশ্যে

আসন্ন আইপিএলের (IPL) নিলাম অনুষ্ঠিত হয়নি এখনও। আগামী ২৪ ও ২৫ মে সৌদি আরবের...

Gyanvapi case: জ্ঞানবাপি মামলায় সুপ্রিম কোর্টের বড় রায়, মুসলিম পক্ষকে নোটিশ, ১৪ দিনের মধ্যে সিদ্ধান্ত?

শুক্রবার সুপ্রিম কোর্ট জ্ঞানবাপি মসজিদ (Gyanvapi case) পরিচালনা কমিটি এবং আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে...

More like this

Price Hike: আলু রফতানিতে নিষেধাজ্ঞা! দাম কমার আশায় মধ্যবিত্ত বাঙালিরা

মুখ্যমন্ত্রীকে না জানিয়েই ভিন রাজ্যে পাঠানো হচ্ছিল আলু (price hike)। তার জেরেই হু হু...

TMC Leaders: শুদ্ধিকরণের পথে দল! গ্রেফতার তৃণমূলের দুই প্রভাবশালী নেতা

মুখ্যমন্ত্রী নবান্নে বৃহস্পতিবার বৈঠকে তীব্র ক্ষোভ প্রকাশ করেন (TMC Leaders)। এরপরেই তড়িঘড়ি  বারাবনির এসআই-কে...

Calcutta High Court: আপাতত ভাঙা যাবে না মন্দারমনির হোটল! বড় সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের

হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে সাময়িক স্বস্তিতে  মন্দারমনির হোটেল মালিকরা। জেলা শাসকের হোটেল ভাঙার...