সন্দেশখালির বিজেপি নেত্রী রেখা পাত্রকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিপাকে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তাঁর বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে (Firhad Hakim) ইতিমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে। এবার সেই মন্তব্যের প্রেক্ষিতে সাফাই দিলেন ফিরহাদ হাকিম(Firhad Hakim) ।
হাড়োয়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রচারে গিয়ে বিতর্কিত মন্তব্য করেন ফিরহাদ হাকিম। তিনি বিজেপি নেত্রী রেখা পাত্রকে “হেরো মাল” বলে উল্লেখ করেন। এই মন্তব্যের পরেই বিতর্ক শুরু হয়ে যায়। মেইল মারফত অভিযোগ দায়ের হয় বিধাননগর কমিশনারেটে। জাতীয় মহিলা কমিশন সক্রিয় ভূমিকা নেয় এই ঘটনার প্রেক্ষিতে। পরিস্থিতির চাপে সাফাই দিতে গিয়ে কলকাতার মেয়র বলেন, মহিলা হিসেবে তিনি কোনও অপমান করেননি রেখা পাত্রকে।
কী বলেছেন ফিরহাট হাকিম?
তিনি বলেন, “নারীদের আমি মাতৃরূপে দেখি। রেখা পাত্রকে আমি ভদ্রমহিলা বলে সম্বোধন করেছি। হেরো ভূত, হেরো মাল- এই কথাগুলো বিজেপিকে বলেছি। তারপরও যদি কারও মনে লেগে থাকে তাহলে আমি দুঃখিত।” পাশাপাশি তিনি জানান, “আমি মহিলাদের অপমান করার কথা দুঃস্বপ্নেও ভাবতে পারি না। আমার নেত্রী, আমার মা, আমার স্ত্রী, আমার তিন কন্যা, আমার নাতনি- সবাই নারী। আমি কোনও নারীকে অসম্মান করিনি।”
ফিরহাদ হাকিমের মন্তব্যের পরেই তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছিলেন বিজেপি নেত্রী রেখা পাত্র। তিনি বলেন, “আমাকে যে ভাষায় আক্রমণ করেছেন সেটা খুবই নিন্দনীয়। আমার মতো খেটে খাওয়া পরিবারের মেয়েকে অপমান করা হয়েছে। এটা গোটা সন্দেশখালির মা-বোনেদের অপমান।” ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন “রেখা পাত্রকে অপমান করার কোনও অধিকার নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য ফিরহাদ হাকিমের। একজন মহিলা সম্পর্কে ওই শব্দ ব্যবহার করা উচিত হয়নি।” শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় নিজের প্রতিক্রিয়া দেখান। সোশ্যাল মিডিয়ায় তিনি জাতীয় মহিলা কমিশনকেও ট্যাগ করেন। পাশাপাশি প্রধানমন্ত্রীর দফতর, জাতীয় তফসিলি জাতি জনজাতি কমিশনেকে ট্যাগ করে অভিযোগ জানান শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদারকেও ট্যাগ করেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা। তাঁর দাবি, শুধু একজন মহিলাকে নয়, পৌণ্ড্র ক্ষত্রিয় জনজাতিকেও অপমান করা হয়েছে।