সিতাইয়ে তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়ের প্রার্থী পদ বাতিলের দাবিতে হাইকোর্টে (Calcutta High Court) আবেদন করে বিজেপি। কিন্তু সেই আবেদন কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) কার্যত খারিজ হয়ে যায়। সোমবার প্রধান বিচারপতি (Calcutta High Court) টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ এই আবেদন খারিজের নির্দেশ দিয়েছেন। হাইকোর্টের প্রধান বিচারপতি সাফ জানিয়ে দিয়েছেন, এই বিষয়টি নির্বাচন কমিশনের অধীনে। সেখানে হাইকোর্ট (Calcutta High Court) কোনও রকম হস্তক্ষেপ করতে পারবে না। তবে মামলাকারীরা চাইলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে পারেন।
কোচবিহারের সিতাই কেন্দ্রটি তফশিলি জাতির জন্য সংরক্ষিত। বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে, তৃণমূলের প্রার্থী সঙ্গীতা রায় ভুয়ো তফশিলি শংসাপত্র জমা দিয়েছেন। ওয়েবসাইটে ওই শংসাপত্রের কোনও উল্লেখ নেই। তাই সঙ্গীতা রায়ের প্রার্থী পদ বাতিল করতে হবে।
কোচবিহারের নবনির্বাচিত সাংসদ জগদীশ বর্মা বসুনিয়ার স্ত্রী সঙ্গীতা রায়। বিজেপি অভিযোগ করেন, গত নির্বাচনে তিনি নিজের পদবীর সঙ্গে স্বামীর পদবী যোগ করে মনোনয়ন জমা দিয়েছিলেন। কিন্তু এই নির্বাচনে তিনি শুধু নিজের পদবী ব্যবহার করে মনোনয়ন জমা দিয়েছেন। বিজেপির তরফে এই বিষয়ে একাধিক প্রশ্ন তোলা হয়েছে। হঠাৎ করে কেন তৃণমূল প্রার্থী পদবী বদল করলেন? বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে, সংরক্ষিত এলাকা থেকে প্রার্থী হওয়ার জন্য নিজের পুরনো পদবী ব্যবহার করছেন। এই কারণে তিনি ভুয়ো শংসাপত্র তৈরি করেছেন বলে বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে।
তবে এদিন এই বিষয়ে কোনও মন্তব্য করতে অস্বীকার করে হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞাম বলেন, গোটা বিষয়টি নির্বাচন কমিশনের অধীনে রয়েছে। তাই আদালত এই বিষয়ে কোনও হস্তক্ষেপ করতে পারে না। নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক সংস্থার এক্তিয়ারে ইচ্ছা করলেই হস্তক্ষেপ করতে পারে না আদালত। তাই মামলাকারীর এই বিষয়ে কোনও মন্তব্য থাকলে তিনি নির্বাচন কমিশনের কাছে যেতে পারেন।