দেবদত্তা সাহাঃ সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন তাঁর গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তী। শুরু থেকেই রিয়ার বিরুদ্ধে নানারকমের ক্ষোভ, অশ্লীল শব্দ উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। অন্যদিকে, রিয়া চক্রবর্তীকে ঘিরেই নেটদুনিয়ায় চরম হেনস্তার শিকার হচ্ছে বঙ্গনারীরা। নানা ভাষায় অকথ্য বলা হচ্ছে বাঙালি নারীদের। রিয়া চক্রবর্তীকে তাঁর ছেলের মৃত্যুর জন্য দায়ী করে সুশান্তের বাবা অভিযোগ জানানোর পর বাঙালি মেয়েদের প্রতি আক্রমণ সোশ্যাল মিডিয়ায় কয়েক গুণ বেড়ে গিয়েছে। ‘বাঙালি মেয়েরা পয়সার কাঙাল’, তাঁরা ‘বড় মাছ ধরতে পারে’, বাঙালি মেয়েরা ‘কালা জাদু’ করে.. এই ধরণের কুরুচিকর মন্তব্যে ছেয়ে গিয়েছে টুইটার,ফেসবুক।
স্বভাবতই কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগের কাছে একাধিক অভিযোগ জমা পড়ছে বঙ্গ নারীদের। পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের তরফেও এই বিষয়টি খতিয়ে দেখবার নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা পুলিশকে। ইতিমধ্যেই কলকাতা পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে।এমনটাই জানালেন জয়েন্ট সিপি ক্রাইম মূরলীধর শর্মা।
রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায় জানান, গত এক সপ্তাহ ধরে শহরের নানান প্রান্তের মহিলাদের কাছ থেকে এই সংক্রান্ত অভিযোগ আমরা পাচ্ছি। ই-মেলেই চারটে অভিযোগ জমা পড়েছে। আমরা সেগুলো কলকাতা পুলিশের কাছে ফডওয়ার্ড করেছি এবং প্রযোজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
শুধুমাত্র বাঙালি মেয়ে হওয়ার কারণেই সোশ্যাল মিডিয়ায় তীব্র কটাক্ষের শিকার হওয়া এক যুবতী অভিযোগ জানিয়েছেন সাইবার দফতরে। কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে ইতিমধ্যেই মামলার তদন্ত শুরু হয়েছে। যেই সব পোস্টে বাঙালি মেয়েদের কালোজাদুতে সিদ্ধহস্ত বলে অপবাদ দেওয়া হচ্ছে। সেই সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলির বিস্তারিত তথ্য সংগ্রহ করছে সাইবার ক্রাইম বিভাগের গোয়েন্দারা। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে আশ্বাস দিয়েছে কলকাতা পুলিশ।
বাঙালি মেয়ে জাতির প্রতি এইরূপ কদর্য মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন নুসরত জাহান, স্বস্তিকা মুখোপাধ্যায়রা। সকলেরই মত রিয়া চক্রবর্তীর বিষয়টি আদালত খতিয়ে দেখবে, কিন্তু একজনের জন্য সমগ্র জাতিকে টেনে বিদ্রুপ করা, অশ্লীল মন্তব্য করা একেবারেই অনুচিত।