এ যেন এক অজানা কলকাতা (Kolkata)। ব্যস্ত শহরে (Kolkata) ফের দেহ উদ্ধার। হলদিরামের পর ময়দানে (Kolkata) রাস্তার ধারে পাওয়া গেল নিথর দেহ। তাতেই নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। কলকাতা শহরে (Kolkata) আস্তে আস্তে শীতের আমেজ আসতে শুরু করেছে। শুক্রবার সকালের (Kolkata) দিকে ঠান্ডার ভাব বেশ ভালোই ছিল।
সকালে হালকা চাদর গায়ে দিয়ে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন অনেকেই। ময়দানে কুয়াশা ঘেরা সকালে প্রাতঃভ্রমণ করতে গিয়ে অনেকেই চমকে উঠেছিলেন। ড্রেনের সামনে কিছু একটা দেখে চমকে যান। একটু ভালো করে দেখতেই প্রাতঃভ্রমণকারীরা বুঝতে পারেন, ড্রেনের ভিতর একটি দেহ পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। জুতো জামা পরা এক ব্যক্তির দেহ ড্রেনের মধ্যে পড়ে থাকতে দেখা যায়। পথচারীরা দেখে পুলিশকে খবর দেন। পুলিশ ইতিমধ্যে দেহটিকে উদ্ধার করে নিয়ে গেছে। মৃতদেহের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। কলকাতা শহরের বুকে জনবহুল রাস্তায় কীভাবে একজনের দেহ পাওয়া গেল, সেই নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।
এটাই প্রথম নয়, দুই দিন আগেও শহরের আর এক জনবহুল রাস্তা থেকে এক যুবকের দেহ উদ্ধার করা হয়েছিল। হলদিরাম বাসস্ট্যান্ডে সকাল-সন্ধ্যায় বহু মানুষ যাতায়াত করেন। সেই বাসস্ট্যান্ডের ফুটপাথেই পড়েছিল এক যুবকের দেহ। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায়। যুবকের দেহ উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। শুক্রবারের মতো সেদিনও খুব ভোরে যুবকের দেহ পাওয়া গিয়েছিল। প্রাথমিকভাবে তাঁর শরীরে ইঞ্জেকশনের চিহ্ন পাওয়া গিয়েছিল। পুলিশ আন্দাজ করেছিল মাদক সেবন করেছিলেন ওই যুবক। মাদাক সেবনের জন্য তাঁর মৃত্যু হয়েছে নাকি মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা এখনও জানা যায়নি। মৃত্যু অন্যত্র হয়েছিল, পরে সেখানে স্থানান্তরিত করা হয়েছিল কি না, সেই বিষয়ে স্পষ্ট কোনও তথ্য এখনও পুলিশের কাছে নেই। বাগুইহাটি থানার পুলিশ মৃত যুবকের পরিচয় জানার চেষ্টা করছে। কয়েকদিনের মধ্যে কাক ভোরে শহরের রাস্তা থেকে দুই যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।