শুক্রবার থেকে কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গে আবহাওয়ার (Weather Update) ব্যাপক পরিবর্তন দেখতে পাওয়া গিয়েছে। তাপমাত্রা (Weather Update) ক্রমশ নামছে। শীতের আমেজেরও দেখা মিলেছে। নভেম্বরের শুরুর দিকেও রীতিমতো ঘাম (Weather Update) দিতে দেখা গিয়েছে। তবে কি এবার দেখা দেবে শীতের আমেজ?
শুক্রবার সকাল থেকেই কলকাতা(Kolkata) সহ রাজ্যের একাধিক জেলায় শীত শীত ভাব অনুভব করা যাচ্ছে। উত্তর-পশ্চিম হাওয়ার দাপটের ফলে তাপমাত্রা স্বাভাবিকের নীচে নেমেছে বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। মনে করা হচ্ছে, নিম্নচাপের জেরেই শীত এতদিন আটকে ছিল। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, শুক্রবার কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি কম, আর সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি কম।
শুক্রবার সকালে অনেক প্রাতঃভ্রমণকারীদের চাদর ব্যবহার করতে দেখা গিয়েছে। আলিপুর(Kolkata) আবহাওয়া দফতর জানিয়েছে, এবার পারদ আস্তে আস্তে নামতে শুরু করেছে। শীতের পোশাক নামিয়ে রোদে দেওয়ার সময় এটাই। আবহাওয়াবিদরা বলেছেন, আগামী চারদিন রাতের তাপমাত্রা চার ডিগ্রি কমবে। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে নীচেই থাকবে আগামী কয়েকদিন। শনি-রবিবার থেকেই তাপমাত্রার বদল চোখে পড়বে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন।
শুক্রবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জায়গা ঘন কুয়াশায় ঢাকা ছিল। উত্তরবঙ্গের অনেক জায়গাতেও ঘন কুয়াশা দেখা গিয়েছে। আবহাওযা দফতরের তরফে জানানো হয়েছে, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আগামী কয়েকদিন ঘন কুয়াশা থাকবে ভোরের দিকে। দৃশ্যমানতা ৫০ মিটারের কম হয়ে যেতে পারে বলে আবহাওয়াবিদরা মনে করছেন। তবে ভোরে কুয়াশা থাকলেও আবহাওয়াবিদরা বলেছে, সকাল থেকে আকাশ পরিষ্কার থাকবে। এই মুহূর্তে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই বলেই আবহাওয়াবিদরা জানিয়েছেন।